ফের দ্রুততম মানব-মানবী ইমরানুর ও শিরিন
জাতীয় অ্যাথলেটিকসে আবারও দেশের দ্রুততম মানব এবং মানবী হয়েছেন ইমরানুর রহমান এবং শিরিন আক্তার। বনানী আর্মি স্টেডিয়ামে ৪৬ তম জাতীয় অ্যাথলেটিকসে এই কীর্তি গড়েছেন তারা।
১০০ মিটার দৌড়াতে ইমরানুর সময় নিয়েছেন ১০.৪৯ সেকেন্ড, অপরদিকে শিরিন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার জেতেন। শিরিনের এটি ১৪ তম বারের মতো ১০০ মিটারে চ্যাম্পিয়ন হওয়া।
তবে ইমরানুরের সেরা টাইমিংয়ের কাছে যেতে পারেননি তিনি। গত সেপ্টেম্বরেই ১০.২৯ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। এদিকে ১১.৯৫ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন শিরিন। তিনিও নিজের সেরা টাইমিং থেকে বেশি সময় নিয়েছেন। যদি জয়ের পথে তা বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করেছিলেন ইমরান। লন্ডনপ্রবাসী এই দৌড়বিদ সেবারই জাতীয় চ্যাম্পিয়ন হোন।
বিশ্ব পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আর শিরিন তো নিয়মিতই দেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরছেন।