বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা
কাতার বিশ্বকাপকে স্মরণকালের সেরা বিশ্বকাপ বলছেন অনেকেই। ৬৪ টি ম্যাচজুড়েই উত্তেজনা, শিহরণ, উত্থান-পতনের গল্পের কমতি ছিলো না। কেউ কেউ তো মজা করে বলেছেনই, ম্যাচ গুলো হয়তো চিত্রনাট্য অনুসরণ করে খেলানো হয়েছে।
তবে অন্যরা মজা করে বললেও, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতি বিশ্বকাপের পরেই সবকিছু খতিয়ে দেখে। এবারও সেটার ব্যতিক্রম হয়নি।
ফিফার তদন্ত কমিটির খতিয়ে দেখার পর, ম্যাচ পাতানোর কোনো ধরণের চিহ্ন তারা পায়নি। আনুষ্ঠানিক রিপোর্ট দেওয়ার মাধ্যমে কাতার বিশ্বকাপকে 'পাতানো'মুক্ত বলে ঘোষণা দিয়েছে ফিফা।
এই রিপোর্ট প্রকাশের পরে, কারোর মনে কোনো ধরণের সন্দেহ থেকে থাকলেও সেটি পরিস্কার হয়ে যাওয়ার কথা।
কাতার বিশ্বকাপের ফাইনালে ভরপুর উত্তেজনায় ঠাসা ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, যেটি তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।