বাফুফেকে আর্থিক জরিমানা করল ফিফা
গত বছরের এপ্রিলে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। আবারও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে শাস্তির খড়্গ নেমে এসেছে বাফুফের ওপর, তবে এবার কোনো ব্যক্তি নন, পুরো ফেডারেশনকেই আর্থিক জরিমানা করেছে ফিফা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যায় প্রায় ৩৯ লাখ টাকা।
বাংলাদেশকে জরিমানা করা হয়েছে তিনটি ম্যাচের ঘটনার জেরে। এই ম্যাচগুলোর দুটি বাংলাদেশের মাঠে হয়েছে এবং একটি হয়েছে মালদ্বীপে।
খেলোয়াড়দের অসদাচরণ, মাঠে শৃঙ্খলা ভঙ্গ করা, গ্যালারিতে দর্শকদের আতশবাজি ফাটানোর কারণেই মূলত জরিমানা হয়েছে বাফুফের। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ ও লেবাননের বিপক্ষে এক ম্যাচ, এই তিন ম্যাচ মিলিয়েই জরিমানাগুলো করেছে ফিফা।