ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
কাতার বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকার নতুন করে আয়োজনের জন্য দাবি জানিয়েছেন ফ্রান্স সমর্থকরা। তাদের দাবি, আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস টাইব্রেকার চলাকালীন সময়ে সীমা অতিক্রম করেছেন।
টাইব্রেকার নতুন করে আয়োজনের দাবিতে ফরাসিরা সইও সংগ্রহ করেছে। প্রায় দুই লাখ মানুষ নিজেদের একাত্মতা জানিয়েছেন এই দাবির সঙ্গে। আর্জেন্টাইনরাই বা বসে থাকবে কেন! উল্টো ফরাসিদের কান্না থামানোর জন্য সই সংগ্রহ করে তারাও যে কম যান না, সেটিই যেন দেখিয়ে দিলেন আর্জেন্টিনার জনগণ।
ফ্রান্স সমর্থকদের দাবিকে যুক্তিহীন এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইনরা। তাদেরকে কান্না থামিয়ে আর্জেন্টিনাকে যোগ্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান আলবিসেলেস্তে সমর্থকেরা।
টাইব্রেকার পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে একটি সই নেওয়ার সাইট খুলেছে ফরাসিরা, সেখানে ২ লাখ ৪০ হাজার ফরাসি নিজেদের সই জমা দেন। এর জবাবে আর্জেন্টাইনরাও আরেকটি সাইট খুলে, সেখানে মাত্র কয়েক ঘন্টায় ৬ লাখ সই জমা পড়ে।
আর্জেন্টিনার একজন সমর্থক বিদ্রূপ করে লিখেন, 'এমবাপ্পে না থাকলে ফ্রান্স টাইব্রেকার পর্যন্ত যেতোই না।'
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও, এর রেশ যে খুব তাড়াতাড়ি মিলিয়ে যাওয়ার নয়, তা এই ফরাসি এবং আর্জেন্টিনা সমর্থকদের মজাদার ভার্চুয়াল যুদ্ধ থেকেই প্রমাণিত।