মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা
এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইন্দোনেশিয়াকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, আনহেল দি মারিয়ারা দলেই ছিলেন না। থেকেও নামেননি দি পল, ম্যাক এলিস্টার, এনসো ফার্নান্দেজরা।
অনেকটা নতুন একাদশ নিয়েও নিজেদের চেয়ে ঢের পিছিয়ে থাকা ইন্দোনেশিয়াকা হারাতে বেগ পেতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। দুই ম্যাচে দুই জয় দিয়েই এশিয়া সফর শেষ করল স্কালোনির দল।
লম্বা মৌসুম ও বিশ্বকাপের ধকল কাটাতে আগেই ছুটিতে চলে গেছেন মেসি, দি মারিয়া, ওতামেন্দিরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে কয়েকজনকে বাজিয়ে নিয়েছেন স্কালোনি। ম্যাচের ৩৮ মিনিটে পারদেস আর ৫৫ মিনিটে রোমেরোর গোলই যথেষ্ট হয় জয়ের জন্য।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে আলবিসেলেস্তেরা। যদিও প্রীতি ম্যাচ বলেই হয়তো গোল করার তাড়না খুব বেশি দেখা যায়নি দলের মধ্যে। তার ওপর প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে আছে ১৪৯ নম্বরে।
এশিয়া সফরে প্রথম ম্যাচে চীনের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারানোর পর ইন্দোনেশিয়াকেও একই ব্যবধানে হারিয়ে সফলভাবে শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা।