আর্জেন্টিনার পেছন পেছন চলে নাপোলি
ব্যাপারটা কাকতালীয় হলেও বেশ কৌতূহল জাগানিয়া বটে। আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জেতে তার পরের বছরই লিগ শিরোপা জেতে নাপোলি। একবার ঘটলে উড়িয়ে দেওয়া যেতো, কিন্তু একই ঘটনা ঘটল দুবার।
১৯৮৭ সালে নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জেতে নাপোলি। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে সেই শিরোপা আসে নেপলসের ক্লাবটিতে। ঠিক তার আগেরই বছরই ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন ম্যারাডোনা।
এবারও ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের রাজার আসনে অধিষ্ঠিত করে। আর ২০২৩ সালে এসে নিজেদের তৃতীয় লিগ শিরোপার দেখা পায় নাপোলি।
তাই বলাই যায়, আর্জেন্টিনা ও নাপোলির সাফল্য একই সূত্রে গাঁথা। অবশ্য নাপোলি আর আর্জেন্টিনার মধ্যে মেলবন্ধন তৈরি করে দিয়ে গিয়েছেন যিনি, সেই দিয়েগো ম্যারাডোনা যে সর্বকালেরই অন্যতম সেরা খেলোয়াড়।
১৯৮৯ সালে সর্বশেষ লিগ জিতেছিল নেপলসের ক্লাবটি। সেবারও ম্যারাডোনাই ছিলেন দলের প্রাণ। ৩৩ বছর পর এসে আবারো ইতালিয়ান ফুটবলের শীর্ষ স্থানটি দখল করলেন ভিক্টর ওসহিমেন-কাভারাতাসখেলিয়ারা।
নেপলস এখন উৎসবের নগরী। যে শহরকে সাফল্যের প্রথম রাস্তা দেখিয়ে গিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, সেই নেপলস আবারো মেতে উঠেছে আনন্দ-উল্লাসে।