দেশমের সমালোচনায় দুগারে, ফ্রান্সের কোচ হিসেবে দেখতে চান জিদানকে
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্তোফে দুগারে জানিয়েছেন, প্রিয় বন্ধু জিনেদিন জিদান ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেই তিনি খুশি হবেন। সম্প্রতি কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর কোচ দিদিয়ের দেশমকে নিয়ে সমালোচনা চলছে। একই সাথে নতুন কোচের আসনে জিদানকে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।
কাতার বিশ্বকাপে অপ্রতিরোধ্য এক দল নিয়েই এসেছিল ফ্রান্স। এমনকি ফাইনালে প্রথমার্ধে আর্জেন্টিনার কাছে দুই গোল হজম করে ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা সত্ত্বেও অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করে ফ্রান্স। বলা যায় শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পের দক্ষতায়ই অতিরিক্ত সময়সহ খেলার স্কোরলাইন ৩-৩ এ নিয়ে আসে দেশমের দল। এরপরে খেলা টাইব্রেকারে গড়ায় এবং সেখানেই ব্যর্থ হয় ফ্রান্স। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর এক সপ্তাহ হয়ে গেলেও দলের এই পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসিরা। ক্রিস্তোফে দুগারেও তাদেরই মধ্যে একজন।
দুগারে অভিযোগ তুলে বলেন, "বিষয়টা এটা না। এখনও পাঁচ, দশ কিংবা পনেরো বছর পড়ে আছে কিনা সেটা আমার দেখার বিষয় না, কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটিও আমার উপর নির্ভরশীল না। কিন্তু আমি কাকে কোচের আসনে দেখতে পছন্দ করবো তা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমি জিজুকেই (জিদান) দেখতে চাই।"
তিনি আরও যোগ করেন, "দেশম কি বলে সেটা আমি শুনেছি, কিন্তু আমরা এটা বলতে পারি না যে কেউ বারো বছর ধরে থাকবে একই জায়গায়, বিশেষ করে যখন যোগ্য উত্তরসূরি রয়েছে, যিনি কিনা টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবং যিনি সত্যিই ফ্রান্সের জন্য কিছু একটা অর্জন করার ক্ষমতা রাখেন।"
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী এই তারকা বলেন, "আপনি ফুটবল নিয়ে এভাবে কিছু বলতে পারেন না। যখন জিতে যান, যেমন ২০১৮ বিশ্বকাপে, তখন ধরনটা ছিল এমন- "আমি কিছুই পাত্তা দেইনা, দিব না"; কিন্তু যখন আপনি হেরে যান তখন অনেক ব্যাখ্যা, অনেক বিতর্ক চলে আসে, অন্ততপক্ষে ম্যাচের প্রস্তুতির বিষয়ে। সেসব কি সবাই শোনেনি? তারা কি ভেবেছিল 'ডিডি ক্যাট' এবং এক কিলিয়ান এমবাপ্পে দিয়েই বিশ্বকাপ জেতা যাবে? তারা এবারের ফাইনালে ৮০ মিনিট পর্যন্ত যেভাবে খেলেছে, ১৯৯৮-এ হলে আমি তা কল্পনাও করতে পারতাম না!"
দুগারের ভাষ্যে, "আর্জেন্টাইনদের আমরা পাঁচ মিনিটে উড়িয়ে দিতাম, পপকর্নের মতো। তারা আমাদের চেয়ে দুর্বল দল ছিল, তাদের বিপক্ষে খেলা ছিল এক প্রকার উপহারের মতো। এই ম্যাচে কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ছিল না, কিন্তু আমরা তো এভাবেই দেখতে অভ্যস্ত গত ১২ বছর ধরে (সত্যিকার অর্থে ১০), এটাই দেশমের স্টাইল যেখানে শুধু খেলার ফলাফলই সব।"
সূত্র: ট্রাইবাল ফুটবল