আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রথম নারী রেফারি আনুদ আল-আসমারি
ইতিহাস গড়েছেন সৌদি আরবের নারী আনুদ আল-আসমারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলে সৌদি আরবের প্রথম নারী রেফারি হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ফিফা। সৌদি আরবের নারী ফুটবল দলের আন্তর্জাতিক অভিষেকের এক বছরেরও কম সময়ের মধ্যে নারী রেফারিও পেয়ে গেছে মধ্যপ্রাচ্যের এই রক্ষণশীল দেশটি।
ফুটবলে সম্প্রতি বেশকিছু চমক দেখিয়েছে সৌদি আরব। ২০৩০ ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার কথাও ভাবছে দেশটি। সম্প্রতি বিশ্বখ্যাত তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের দলে নিয়ে এসে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে সৌদি ক্লাব আল নাসের। এর আগে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।
সংবাদ সংস্থা এএফপিকে আনুদ আল-আসমারি বলেছেন, "সৌদি আরবের খেলাধুলার ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি আনন্দিত।"
পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়ার হলে কেমন বোধ করবেন- এই প্রশ্নের জবাবে ৩৪ বছর বয়সী আনুদ আল-আসমারি জানান, ফিফা যতক্ষণ না পর্যন্ত তাকে এই দায়িত্ব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে ভাবছেন না তিনি।
সৌদি গ্যাজেট বলছে, আল-আসমারি তার ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালে। সেসময় সৌদি আরবের নারী ফুটবল দলের কয়েকটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কাজের অংশ হিসেবে সৌদি নারীদের জন্য ক্রীড়া খাতে অবদান রাখার সুযোগ আরও বেড়ে যায়। ২০২১ সালে সৌদি আরবে নারী ফুটবল লিগ চালু হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে জার্মান কোচ মনিকা স্ট্যাপের নেতৃত্বে সেইশেলসকে ২-০ গোলে পরাজিত করে সৌদি আরবের নারী ফুটবল দল।
সৌদি আরবের প্রতিবেশি দেশ কাতার সফলভাবে ২০২২ বিশ্বকাপ আয়োজন সম্পন্ন করেছে। এবার সৌদি আরবও তাদের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে। ২০২৬ উইমেন'স এশিয়ান কাপ আয়োজনের জন্য আবেদন করেছে সৌদি আরব। সেই সাথে ২০৩০ ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার জন্যেও তোড়জোড় চালাচ্ছে তারা।
সূত্র: আল-জাজিরা