সেই সাংবাদিককে স্যরি বললেন নাসির
প্রশ্ন শেষ হওয়ার আগেই সাংবাদিককে উল্টো প্রশ্ন করে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন নাসির হোসেন। উত্তরে উপহাসমূলক মন্তব্যও করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক। ঘটনার দুদিন পর সেই সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ঘটনাটা গত বৃহস্পতিবারের। সাত অধিনায়ককে নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন করা হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ সময় অধিনায়করা তাদের বিপিএল ভাবনার কথা জানান। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে হঠাৎ-ই মেজাজ হারিয়ে বসেন নাসির। সাংবাদিকের পরিচয় জানতে চেয়ে বসেন তিনি।
ওই ঘটনাই তাকে মনে করিয়ে দেওয়া হলো শনিবার, জানতে চাওয়া হয় সেটা পেশাদার আচরণ ছিল কিনা। অলরাউন্ড পারফরম্যান্সে খুলনা টাইগার্সের বিপক্ষে দলকে জিতিয়ে সংবাদ সম্মেলনে আসা নাসির বলেন, 'আমি সে জন্য দুঃখিত। কোথায় সে ভাই? আমি আসলে উনাকে ব্যক্তিগতভাবে চিনি না ওইভাবে।'
'হয়তো মিরপুরে অনেকদিন পর ঢুকি না তো! তার জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। আপনি কিছু মনে করবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।' যোগ করেন নাসির।
সেদিন নাসিরকে প্রশ্ন করা হয়েছিল, 'আগের আসরে দল পাননি। এবার ফিরেই অধিনায়ক, কেমন লাগছে?' যদিও এই প্রশ্নটি শেষ করতে দেননি নাসির, উল্টো বলে ওঠেন, 'আপনি কে ভাই? মিডিয়ার?' প্রশ্নকর্তা জানান, তিনি সাংবাদিক। এরপর নাসির বলেন, 'আবার করেন।' প্রশ্ন শেষ হলে নাসির উত্তরে বলেন, 'আমার তো ওয়াও লাগছে।'