বাবার দেশে খেলতে এসে রোমাঞ্চিত ইংলিশ ব্যাটসম্যান রবিন
লন্ডনে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। হাতেখড়িসহ ক্রিকেটের সব পর্ব সেখানেই। স্বপ্ন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা, একবার খুব কাছেও চলে গিয়েছিলেন। কিন্তু শেকড় তো বাংলাদেশের, এই দেশের ক্রিকেট টানে তাকে। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার রবিন দাস, খেলবেন ঢাকা ডমিনেটর্সের হয়ে। বাবার দেশে ক্রিকেট খেলতে এসে রোমাঞ্চিত ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের তরুণ এই টপঅর্ডার ব্যাটসম্যান।
২০০২ সালে ইংল্যান্ডের লেটোনস্টোনে জন্ম রবিনের। তার বাবা মৃদুল কান্তি দাসের জন্ম সিলেটের সুনামগঞ্জে। তিনি ইংল্যান্ডে পাড়ি জমানোর অনেক পরে রবিনের জন্ম। ২০ বছর বয়সী এই ক্রিকেটার পড়াশোনা করেছেন বেন্টউড শহরে, সেই সঙ্গে কাউন্টি খেলছেন এসেক্সের হয়ে। ২০১৮ সালের জুলাইয়ে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ব্রেন্টউড ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করেন রবিন।
বাংলাদেশের ক্রিকেটে রবিন পরিচিত নামই। ২০২০ সালের শেষ দিকে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটে নাম দিয়েছিলেন রবিন। কিন্তু কোনো দল তাকে কেনেনি। এবার তার খেলার কথা ছিল সিলেট স্ট্রাইকার্সের হয়ে, কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পরও চুক্তিটি হয়নি। যদিও তেরিতে হলেও বিপিএল খেলার সুযোগ মিলেছে তার। ঢাকা ডমিনেটর্স দলে ভিড়িয়েছে তাকে, বিপিএল খেলতে গত শুক্রবার এসেছেন তিনি।
ইংল্যান্ড জাতীয় দলের মূল একাদশে এখন পর্যন্ত সুযোগ মেলেনি রবিনের, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বারোতম খেলোয়াড় হিসেবে ছিলেন মাঠে। বিরাট স্বপ্নে ছুটে চলা তরুণ এই ক্রিকেটার বাবার বাড়িতে ঘুরতে আগেও বাংলাদেশে এসেছেন কয়েকবার। তবে খেলার জন্য এবারই প্রথম এলেন। প্রথমবারের মতো বিদেশি লিগ, সেটাও বাবার দেশে। রোমাঞ্চের শেষ নেই রবিনের।
ঢাকা দলের সঙ্গে যোগ দেওয়া রবিন সোমবার অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'আমি অনেক বেশি রোমাঞ্চিত। এটা আমার বাবার দেশ। তিনি আমাকে বাংলাদেশের বাড়ির কথা বলতেন। তিনি খুবই খুশি যে আমি এই টুর্নামেন্ট খেলতে এসেছি। পরিবারের সবাইও খুব খুশি, অনেক রোমাঞ্চিত। শুধু আমার পরিবারের সদস্যরাই নয়, আমার এখানের আত্মীয়রাও খুব খুশি। তারা আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে। আশা করি খেলতেও দেখবে।'
আগামী ২৭ জানুয়ারি শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সিলেটে গিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি, 'অবশ্যই! আমি যখন দলের সঙ্গে সিলেটে যাব, তখন আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেখানে (সুনামগঞ্জ) যাওয়ার পরিকল্পনা করব। আমি আমার আত্মীয়দের দেখতে যাব। আমার বাবার পরিবারের সঙ্গে দেখা করব। সিলেটে বাবার শহরে খেলতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।'
২০১৯ সালে এসেক্সের 'একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার' সম্মাননা জেতা রবিন বাংলাদেশের খেলা নিয়মিত দেখেন, তার প্রিয় ক্রিকেটার লিটন কুমার দাস। বাংলাদেশ ও লিটন নিয়ে তিনি বলেন, 'লিটন অসাধারণ ক্রিকেটার। সম্ভবত গত বছর তিন সংস্করণেই সে বাংলাদেশের সেরা ক্রিকেটার ছিল। আমার মতে, সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সে আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমি বাংলাদেশের খেলা অনুসরণ করি। অনেক খেলা দেখেছি। তাকে ভালো করতে দেখেছি।'
প্রবাসী কোনো খেলোয়াড়কে পেলেই সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশের হয়ে খেলতে চান? রবিনকেও করা হয় এই প্রশ্ন। উত্তরে আগ্রহ প্রকাশ করলেও প্রথমে জানালেন বড় স্বপ্নের কথা। তার ভাষায়, 'এখন আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। তবে আমি ভবিষ্যতের জন্য কোনো দরজাই বন্ধ করতে চাই না। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন। আমি ইংল্যান্ডে বড় হয়েছি। ওখানে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলি। আমার মনে হয়, ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের হয়েই আমি খেলতে চাই।'