যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ব্রাজিল তারকা দানি আলভেস
যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসকে। শুক্রবার স্পেনের কাতালুনিয়াতে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।
২০২২ সালের ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ পায় কাতালান পুলিশ। সেটির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই অভিযোগ মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে আলভেস কাতালুনিয়ার একটি পুলিশ স্টেশনে হাজিরা দিয়েছেন।
বর্তমানে কাতালান পুলিশের জিম্মাতে আছেন আলভেস। সাবেক এই বার্সেলোনা তারকাকে এখন কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। যার জন্য হাজিরা দিতে অপেক্ষা করছেন তিনি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪০ টির বেশি শিরোপা জেতা আলভেসের বিরুদ্ধে একটি নাইট ক্লাবে একজন নারীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। তার নামে পুলিশের কাছে মামলা করে দেন ওই 'ভুক্তভোগী' নারী।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আলভেস, 'আমি সেদিন ওই জায়গায় ছিলাম এটি সত্যি। কিন্তু আমি কাউকে উত্যক্ত করিনি। ঈশ্বরের কসম! এই অভিযোগ সত্যি নয়।'