জিতেই চলেছে সাকিবের বরিশাল, হারের বৃত্তে নাসিরের ঢাকা
জিতেই চলেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। বিপিএলে টানা পঞ্চম জয় পেয়েছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়েছে সাকিব বাহিনী।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদ এদিনও জ্বলে উঠেছেন বরিশালের হয়ে। সাকিব আল হাসান বড় ইনিংস খেলতে না পারলেও নিজের ফর্ম ধরে রেখেছেন। অপরদিকে ঢাকার হয়ে অধিনায়ক নাসিরের লড়াই বিফলে গেছে।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতেই যেন ১৭ রানের মধ্যে ঢাকার দুই ওপেনার সাইফ হাসান এবং এনামুল হক বিজয়কে সাজঘরে ফেরত পাঠান ঢাকার বোলাররা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। মধ্যে অধিনায়ক সাকিব ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে বরিশালের রান দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৮৯। সেখান থেকে দলকে টেনে তুলেন আগের ম্যাচে ৪৫ বলে সেঞ্চুরি করা ইফতিখার আহমেদ।
৩৪ বলে ৫৬ রান করেন তিনি, পাঁচটি চার এবং দুটি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন ইফতিখার। বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৩। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৭ বলে ৮৪ রান যোগ করেন ইফতিখার এবং মাহমুদউল্লাহ রিয়াদ, পরেরজন অপরাজিত থাকেন ৩১ বলে ৩৫ রান করে। ঢাকা অধিনায়ক নাসির নেন দুটি উইকেট।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন উসমান গণি এবং সৌম্য সরকার। পাওয়ার প্লের প্রথম পাঁচ ওভারে ৪৬ রান তুলেন এই দুজন। উসমান ১৯ বলে ৩০ করে সাজঘরে ফেরেন। সৌম্যও আউট হন পরপরই।
এরপর আরেকটি উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ঢাকা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন মোহাম্মদ মিথুন এবং নাসির। দুজনে মিলে ৫৯ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ৬ থেকে ৯ ওভারের মধ্যে মাত্র ১৭ রান তোলার খেসারত দিতে হয় ঢাকাকে।
মিথুন ৩৮ বলে ৪৭ করে আউট হলেও নাসির অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৪ রান নিয়ে। যদিও এই দুজনের চেষ্টা যথেষ্ট হয়নি বরিশালের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে। ১৩ রান দূরে থাকতেই ২০ ওভার শেষ হয় ঢাকার ইনিংসের।
বরিশালের হয়ে মিতব্যয়ী বোলিং করেন ডি সিলভা, করিম জানাত এবং অধিয়াক সাকিব। এই তিনজনের ১২ ওভার থেকে মাত্র ৭৮ রান তুলতে পারে ঢাকা।
এই জয়ে শীর্ষে থাকা সিলেটের সমান ১০ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে এখন বরিশাল। অপরদিকে টানা পঞ্চম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা।