একটি কলা খাইয়েও উদাহরণ তৈরি করা যায়, বুঝলেন ইভান্স
অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচের বিরতির সময় প্রতিপক্ষকে নিজের ভাগের কলা খেতে দিয়ে স্পোর্টসম্যানশিপের উদাহরণ গড়লেন ড্যান ইভান্স। বিশ্ব র্যাংকিংয়ের ৬ নাম্বার খেলোয়াড় রাশিয়ার আন্দ্রে রুবলেভের সঙ্গে ম্যাচ চলাকালীন সময় এই ঘটনাটি ঘটে।
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে আন্দ্রেই রুবলেভ এবং ড্যান ইভান্সের ম্যাচ চলছিল। টেনিস ম্যাচে সেটের মধ্যবর্তী বিরতিতে খেলোয়াড়রা শক্তি বর্ধনের জন্য কলা খেয়ে থাকেন। এই ম্যাচেও সেটির ব্যতিক্রম ছিলো না।
সাধারণত প্রত্যেক খেলোয়াড়ের জন্য দুটি করে কলা বরাদ্দ থাকে। কিন্তু এদিন একজন বলবয় মাত্র দুটি কলা নিয়ে কোর্টে প্রবেশ করেন। এবং দুটি কলাই দেওয়া হয় ব্রিটিশ খেলোয়াড় ড্যান ইভান্সকে। ভুল করে রুবলেভের ভাগের কলা নিয়ে আসেননি বলবয়।
ফলে শক্তিবর্ধনের জন্য কিছু করার উপায় অবশিষ্ট ছিলো না রুবলেভের কাছে। সেটি দেখতে পেয়েই কিনা ইভান্স নিজের ভাগ থেকে রুবলেভকে একটি কলা দেন। নিজের চেয়ারের অপরপাশে বসে থাকা রুবলেভকে একটি কলা ছুঁড়ে মারেন ইভান্স।
যদিও ম্যাচটি শেষ পর্যন্ত রুবলেভই জিতেছেন ৬-৪, ৬–২, ৬-৩ সেটে। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের জন্য অন্যতম ফেভারিট রুবলেভকে সাহায্য করতে পেরেই অবশ্য খুশি ইভান্স, 'আমি রুবলেভকে বেশ পছন্দ করি। ওর সাথে খাবার ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত।