২১৭ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ভাঙলেন হলান্ড
গোল করা থামছেই না আর্লিং হলান্ডের। আর অবস্থা দাঁড়িয়েছে এমনই, তিনি গোল করলেই যেন নতুন নতুন রেকর্ড গড়ছেন বা ছুঁয়ে ফেলছেন। উলভসের বিপক্ষে হ্যাটট্রিক করেই যেমন ছুঁয়ে ফেললেন আরেকটি রেকর্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে এটিই তার প্রথম মৌসুম, বয়সও মাত্রই ২২। কিন্তু হলান্ডের এমন রুদ্রমূর্তি দেখে কে বলবে যে এর আগে ইংলিশ ফুটবলে কখনো খেলেননি তিনি!
উলভসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সবগুলো গোলই করেছেন এই মৌসুমেই দলে আসা আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে সিটি এখন পর্যন্ত খেলেছে ২০ ম্যাচ, আর মধ্যে হলান্ড খেলেছেন ১৯ টিতে। আর এর মধ্যেই ২৫ গোল হয়ে গিয়েছে এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের। যার মধ্যে আবার আছে চারটি হ্যাটট্রিক।
প্রিমিয়ার লিগের এক মৌসুমে কমপক্ষে চারটি হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় খেলোয়াড় হলান্ড। আগের দুজনের একজন বর্তমান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, অপরজন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়, অ্যালান শিয়ারার।
শিয়ারার অবশ্য এক মৌসুমে পাঁচটি হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড়, হলান্ডের হাতে বাকি আছে ১৮ ম্যাচ। এই রেকর্ডও যে টিকবে না, সেটির পক্ষে বাজি ধরা লোকই বেশি পাওয়া যাবে।
ক্রিশ্চিয়ানো রোনালদো তার পুরো প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে করেছেন তিনটি হ্যাটট্রিক। সিআর সেভেনের থেকে ২১৭ ম্যাচ কম খেলেই তার রেকর্ড টপকে গেছেন হলান্ড।
ম্যানচেস্টার সিটিতে থাকলে আর চোটাক্রান্ত না হলে প্রিমিয়ার লিগের যতো গোলের রেকর্ড আছে তা হলান্ড নিজের করে নেবেন, সেই সামর্থ্য তার আছে। এখন শুধুই অপেক্ষা সময়ের আর সেইসাথে হলান্ডের রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা দেখার।