'সৌদি আরবে গিয়ে মেসির চেয়ে এগিয়ে গেছে রোনালদো'
একজন সদ্যই জিতেছেন বিশ্বকাপ, আরেকজন ইউরোপে দল না পেয়ে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। কিন্তু প্রথমজনের চেয়ে এগিয়ে গেছেন দ্বিতীয়জনই। এমনটাই দাবি পিয়ার্স মরগানের।
সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর কেউ তা মনে না করলেও অন্তত পিয়ার্স মরগান তাই মনে করেন।
মরগান নিজের করা এই দাবির পেছনে যুক্তি দেখিয়েছেন কয়েকটি। যার মধ্যে একটি হলো, আল-নাসেরে যোগ দেওয়ার পর রোনালদো এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। প্রায় ৩৮ ছোঁয়া বয়সে এটি বিরাট অর্জন, 'রোনালদো এখন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যা বড় একটি অর্জন।'
মেসিকে কীভাবে ছাড়িয়ে গেছেন রোনালদো, সেটির নিজস্ব ব্যাখ্যাও আছে মরগানের কাছে, 'রোনালদো নতুন চ্যালেঞ্জের জন্য সৌদি আরবে গেছে। চ্যাম্পিয়ন্স লিগে আরো দুই-এক মৌসুম খেলতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু সে এখন নিজেকে উপভোগ করবে।'
রোনালদোর সবচেয়ে বড় অর্জন হবে তিনি যদি সৌদি আরবের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, যেটি সিআর সেভেন পারবেন বলেই বিশ্বাস মরগানের, 'আমরা দেখেছি আরব এবং মধ্য প্রাচ্যের ফুটবল কীভাবে এগিয়ে যাচ্ছে। মরক্কো বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলেছে। সৌদি আরব চ্যাম্পিয়নদের হারিয়েছে। রোনালদো তাদের ফুটবলকে অনেক কিছু দিতে পারবে।'
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকেই ইউরোপে ক্লাব খুঁজে পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত তাকে ঠাই নিতে হয়েছে মধ্য প্রাচ্যে। সেখানে গিয়ে রোনালদো জিতেছেন বলেই এখন দাবি মরগানের, অবশ্য তার এই দাবির সঙ্গে পাঁড় রোনালদো ভক্ত ছাড়া কেউ একমত হবেন কিনা সেটিও দেখার বিষয়।