‘জেতার কিছু বাকি নেই’- বলে অবসরের ইঙ্গিত দিলেন মেসি?
বিশ্বকাপের আগেই মেসি জানিয়েছেন, কাতার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। টুর্নামেন্ট চলাকালীন সময়েও একই প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই এটিই মেসির বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ছিলো। সেটি তিনি করতে পেরেছেন।
বিশ্বকাপ জয়ের একমাসেরও বেশি সময় পর স্মৃতিচারণ করতে গিয়ে মেসি আবারো ইঙ্গিত দিলেন, আর বিশ্বকাপ খেলবেন না তিনি।
উরবান প্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আর্জেন্টাইন জাদুকর। সেখানে তিনি জানান, তার ক্যারিয়ার এখন সম্পূর্ণ, 'শেষ পর্যন্ত আমি বিশ্বকাপ জিততে পেরেছি। আমার জেতার আর কিছু বাকি নেই। আমি এভাবেই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম।'
মেসির এমন কথার পর তার ভক্তদের কলিজা কেঁপে ওঠারই কথা। যদিও লিওনেল স্কালোনি সহ আরো কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় বলেছেন, মেসিকে এখনই যেতে দিতে চান না তারা। তবে মেসি সেটা শুনবেন কিনা সেটিও দেখার বিষয়।
বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখলেও ক্যারিয়ারের শেষ দিকে এসে সেটি জিতবেন তা ভাবেননি মেসি, 'আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি শেষ পর্যন্ত আমি সেটা করতে পারব। আমরা বিশ্বকাপের আগে কোপা আমেরিকাও জিতেছি। তাই আমার আর কিছুই জেতার নেই।'