বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পৌঁছাবে ইংলিশরা। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিজেদের সিরিজ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড। এরপরও যে দল গড়েছে তারা, ঘরের মাঠেও কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশকে।
টেস্ট অভিষেকে উজ্জ্বল পারফরম্যান্স করা ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদের জায়গা হয়েছে স্কোয়াডে। রেহানের মতো অভিষেকের অপেক্ষায় থাকা টম অ্যাবেলও ডাক পেয়েছেন। জস বাটলারের নেতৃত্বে দলে আছেন মইন আলী, স্যাম কারান, জফরা আর্চারের মতো পরীক্ষিত ক্রিকেটাররা।
পিএসএল খেলার কারণে বাংলাদেশ সফরে আসবেন না অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, লিয়াম ডসন, জেমস ভিন্সরা। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। বাংলাদেশ সফরে থাকবেন না হ্যারি ব্রুক, অলিভার স্টোন, জো রুটরাও।
ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর আবার ঢাকা ফিরবে দুই দল। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মইন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।