'করাচিতে সন্ত্রাসী হামলা পিএসএলে প্রভাব ফেলবে না'
পাকিস্তান আর সন্ত্রাসী হামলা যেন একে অপরের পরিপূরক। ২০০৯ সালে শ্রীলংকা জাতীয় দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিলো দেশটিতে। অনেক চেষ্টা করে অবশেষে সেটি ফেরাতে সক্ষম হলেও তা কতদিন ধরে রাখতে পারবে পাকিস্তান, সেটি সন্দেহের বিষয়।
সন্ত্রাসী হামলা থামার কোনো লক্ষণ নেই পাকিস্তানে। সদ্যই করাচিতে ঘটেছে আরেকটি হামলার ঘটনা। যেখানে করাচি পুলিশের সঙ্গে প্রায় তিন ঘন্টা ধরে যুদ্ধ চলে হামলাকারীদের।
করাচি পুলিশ স্টেশনের কাছেই ঘটে এই ঘটনা। পাকিস্তানের সন্ত্রাসগোষ্ঠী তেহেরিক-ই-তালিবান আক্রমণ করে করাচি পুলিশের ওপর। তিনজন হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে এই ঘটনার পরেও পাকিস্তানে চলমান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের খেলা চলবে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি নাজাম শেঠি। করাচিতেই মুখোমুখি হওয়ার কথা করাচি কিংস এবং কোয়েট্টা গ্লাডিয়েটর্সের।
ম্যাচটি যথা সময়েই হবে বলে দাবি নাজাম শেঠির, সন্ত্রাসী হামলার সময় কোয়েট্টা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। পরবর্তীতে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনা পিএসএলের ক্ষেত্রে কোনো ভূমিকা ফেলবে না বলে মন্তব্য শেঠির, 'পিসিবি মনে করে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমাদের খেলা থামানোর কোনো প্রয়োজন নেই।'