পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত, আহত অন্তত ১০
পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি'র।
বিস্ফোরণের দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), যারা গত কয়েক বছর ধরে পাকিস্তানে চীনা প্রকল্পে জড়িত নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে।
পাকিস্তানের চীনা দূতাবাস এ ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে আখ্যায়িত করেছে। হতাহতদের মধ্যে স্থানীয় পাকিস্তানি কর্মীরাও আছেন বলে জানিয়েছেন তারা।
সোমবার বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা 'চীনা প্রকৌশলী ও বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের বহরকে' লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে। এ জন্য তারা একটি 'ভেহিক্যাল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' (গাড়ি বোমা) ব্যবহার করেছে।
চীনা দূতাবাস জানিয়েছে, প্রকৌশলীরা চীনের অর্থায়নে পরিচালিত পোর্ট কাসিম পাওয়ার জেনারেশন কোং লিমিটেড-এর কর্মী, যারা করাচির কাছে পোর্ট কাসিমে দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছেন। এই বিদ্যুৎ কেন্দ্র চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ, যা পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকটি অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের জন্য অর্থায়ন করছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং অন্যান্য জাতিগত বেলুচ গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে বিদ্রোহ চালিয়ে আসছে। বিএলএ নিয়মিতভাবে এই অঞ্চলে চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু করছে। তাদের দাবি, বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে আহরিত সম্পদের ন্যায্য অংশ বেলুচ বাসিন্দারা পাচ্ছেন না।
চীনা দূতাবাস চীনা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে, তারা এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং 'হত্যাকারীদের কঠোর শাস্তি' দেবে।
এদিকে, পাকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার জানিয়েছেন, বিস্ফোরণটি সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দ্বারা ঘটানো হয়েছে।
ড. সুমাইয়া নামে একজন পুলিশ সার্জন ডন নিউজকে জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল কলেজে আনা হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন নারীও রয়েছেন।
সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, "এয়ারপোর্ট রোডে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হয়েছে।"
তবে, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর আজ স্বাভাবিকভাবেই চালু রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে বিএলএ করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে একটি আত্মঘাতী হামলায় তিনজন চীনা শিক্ষক ও একজন পাকিস্তানি চালকের মৃত্য ঘটে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন