বিশ্বকাপ জয়ী দলের সবাইকে স্বর্ণে মোড়ানো আইফোন উপহার মেসির
৩৬ বছর পর দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা, আর্জেন্টিনার মতো ফুটবল পাগল জাতির জন্য যেটি মহাকালের সমান অপেক্ষা। মেসি নিজেও তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচিয়েছেন। আর তাই আনন্দটাও মাত্রা ছাড়ানোই স্বাভাবিক।
বিশ্বকাপ জয়ের খুশিতেই কিনা আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সব খেলোয়াড় এবং কোচিং সহকারিদের স্বর্ণে মোড়ানো বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি।
মোট ৩৫ জনকে এই বিশেষ আইফোন দিয়েছেন মেসি। প্রত্যেকটি ফোনের সঙ্গে মোড়ানো আছে ২৪ ক্যারেট স্বর্ণ। যার জন্য মেসির খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
প্রত্যেকটি ফোনের পেছনে যাকে দেওয়া হবে তার নাম লেখা আছে। মেসি এই ফোনগুলোর ডিজাইনও করিয়েছেন বিশেষভাবে।
শনিবার মেসির প্যারিসের বাসায় আইফোন গুলো দিয়ে যাওয়া হয়। যা সেখান থেকে চলে যাবে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড় এবং কোচিং সহকারিদের কাছে।
আর্জেন্টিনা দলের জন্য মেসির নিজের পকেটের টাকা খরচ করা নতুন কিছু নয়। এর আগে আর্জেন্টাইন বোর্ডের আর্থিক দুরাবস্থা চলাকালীন সময়ে দলের কর্মচারিদের বেতন নিজে থেকে দিয়েছেন তিনি।