যে কীর্তিতে সাকিব প্রথম বাংলাদেশি
রেহান আহমেদের ক্যাচটা মেহেদী হাসান মিরাজ তালুবন্দি করার সঙ্গে সঙ্গে সাকিব আল হাসান গড়লেন আরেক নতুন ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৫০ রানের জয়ের ম্যাচের দিন সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। সাকিবের জন্য এ আর নতুন কী!
প্রথমে ব্যাট হাতে দলকে এনে দিলেন সম্মানজনক পুঁজি, এরপর বল হাতে ইংলিশদের ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকেও ধবলধোলাই হওয়ার হাত থেকে রক্ষা করলেন। সাথে ছুঁলেন দারুণ এক মাইলফলক।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি সাকিব শুরু করেছিলেন ২৯৬ উইকেট নিয়ে। চার ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে সেই সংখ্যা তিনি নিয়ে গেলেন ৩০০ তে। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট পেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৪তম বোলার হিসেবে ৩০০ উইকেট নিলেন সাকিব। স্পিনারের তালিকায় আরও এগিয়ে বাংলাদেশ প্রাণ ভোমরা, ষষ্ঠ বোলার হিসেবে ৩০০'র ক্লাবে নাম লেখালেন তিনি।
২২৭ ম্যাচের ২২৪ ইনিংসে বল করেছেন সাকিব। ১৯৫১.৫ ওভার বল দিয়েছেন ৮৬৮৮ রান। মেডেন দিয়েছেন ৯৪ ওভার। ২৮.৯৬ গড় এবং ৪.৪৫ গড়ে এসেছে সাকিবের ৩০০ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০ বার আর পাঁচ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা বোলিং ২৯ রান দিয়ে ৫ উইকেট।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ টি উইকেট নেওয়া মাশরাফি মুর্তজাকে সাকিব টপকে গিয়েছেন বেশ আগেই। অপেক্ষার পালা ছিলো কবে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন এই ফরম্যাটের সাবেক এক নম্বর অলরাউন্ডার।
ইংলিশদের বিপক্ষে সম্মান বাঁচানোর ম্যাচেই সেই কীর্তি গড়লেন সাকিব। ব্যাট হাতে তার ৭১ বলে ৭৫ রানের সাথে বল হাতে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কারও।