লিভারপুল সমর্থকদের টিকেটের টাকা ফেরত দেবে উয়েফা
২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিভারপুলের। মাঠে হারের হতাশার সঙ্গে অলরেডদের সমর্থকদের ভাগ্যে জুটেছিল ফ্রেঞ্চ পুলিশের লাঠিপেটা।
লিভারপুল সেই ঘটনা নিয়ে উয়েফা এবং ফ্রান্স পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। সেই ঘটনার পরে লিভারপুল সমর্থকদেরই দোষারোপ করেছিল ফ্রান্স পুলিশ, কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে উল্টো ফলাফল।
সেদিন প্যারিসের ফাইনাল শুরুর আগে লিভারপুলের টিকেটধারী সমর্থকরা স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করছিলেন, তখনই ভীড়ের সুযোগ নিয়ে তাদেরকে আক্রমণ করে স্থানীয় সন্ত্রাসী এবং ছিনতাইকারীরা।
তখন একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় যা সামলাতে গিয়ে উল্টো লিভারপুল সমর্থকদের উপর চড়াও হয় দায়িত্বরত নিরাপত্তা বাহিনী।
এই ঘটনার সূত্রপাতকারী হিসেবে লিভারপুল সমর্থকদের দায়ী করে উয়েফা এবং ফ্রেঞ্চ পুলিশ। তদন্তের পর এখন উয়েফাকেই দোষী সাবস্ত্য করা হয়েছে রিপোর্টে। নিজেদের দায় এড়ানোর জন্য অলরেড সমর্থকদের উপর দোষ চাপানোর চেষ্টা করার দায়ও এখন নিতে হচ্ছে উয়েফা এবং ফ্রেঞ্চ পুলিশকে।
দায় নিয়েছেও উয়েফা, লিভারপুল সমর্থকদের টিকেটের পুরো টাকা ফেরত দিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। ফাইনালের জন্য যারা টিকেট কেটেছেন তাদের সবাই নিজেদের টাকা ফেরত পাবেন। উল্লেখ্য, টিকেটের সর্বনিন্ম দাম ছিলো ৫৯ পাউন্ড বা প্রায় ৭ হাজার টাকা এবং সর্বোচ্চ দাম ছিলো ৫৮৫ পাউন্ড বা প্রায় ৭০ হাজার টাকা।