ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি পেল দলগুলো
দলে বেশি ফুটবলাার থাকা মানে বেশি 'অপশন'- এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে সেই সুযোগ পাচ্ছে দলগুলো। আগামী জুন-জুলাইয়ে জার্মানীতে অনুষ্ঠেয় ইউরোতে অংশগ্রহণকারী দলগুলো তাদের খেলোয়াড় সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ২৬ জন পর্যন্ত করতে পারবে বলে ঘোষণা দিয়েছে উয়েফা। শুক্রবার ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের সব খেলোয়াড়ের নাম টিমশিটে রাখার অনুমতি দেয়া হয়েছে। এর আগে ২০২০ ইউরোতে দলের সংখ্যা ২৬ জনের হলেও তিনজন খেলোয়াড়কে থাকতে হয়েছে মূল স্কোয়াডের বাইরে। তারা জার্সি পরার অনুমতি পাননি, এমনকি ডাগ আউটেও থাকতে পারেননি। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখতে হয়েছে তাদের।
করোনা ভাইরাসের কারণে গত বছর খেলোয়াড় সংখ্যা বাড়ানো হয়। দলের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ার সম্ভাবনা যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২০২২ বিশ্বকাপে ফিফাও খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি দেয়। ইউরোপীয়ান ক্লাব ফুটবল মৌসুমের মাঝামাঝিতে হওয়ায় অনেক শীর্ষ খেলোয়াড়ই বিশ্বকাপে খেলে ইনজুরিতে পড়তে পারেন, এমন ভাবনা থেকে খেলোয়াড় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফিফা।
ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য নিয়ম রক্ষা বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, 'পরিসংখ্যান মতে গড়ে প্রায় সব বড় টুর্নামেন্টেই অন্তত চারজন খেলোয়াড় কোনো ম্যাচই খেলার সুযোগ পান না। এ ছাড়া দুই থেকে তিনজন খেলোয়াড় সর্বোচ্চ ১০ মিনিট করে খেলতে পারে। ২৬ জনের স্কোয়াড আমার কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার একটি বিষয়, এটা নিয়ে তেমন কোনো আগ্রহ আমার মধ্যে নেই।'
আগামী ৭ জুনের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ২৪ দলের অংশগ্রহণে আসরটি ১৪ জুন শুরু হবে। ১ মাসের লড়াইয়ের পর ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল।