‘এখন আমরা বলতে পারব সব দলের সঙ্গে সিরিজ জিতেছি’
ঘরের মাঠে সব সময়ই বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ, হোক সেটা যে ফরম্যাটই। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। যে ফরম্যাটে বাংলাদেশের অবস্থা নাজুক, সেই টি-টোয়েন্টিতেও গত বছর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ নিলো বাংলাদেশ, ইংলিশদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে যা বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
তিন ফরম্যাটের যেকোনো একটির হিসাব করলে কেবল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাকি ছিল বাংলাদেশের। ঘরের মাঠে সেই অতৃপ্তি ঘুচিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, এখন তারা বলতে পারবেন; সব দলের বিপক্ষেই জয় ও সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে তাদের। সিরিজ জয়ের ম্যাচে আগে বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রানে ৪টি উইকেট নেওয়া মিরাজ পরে বল হাতে ১৬ বলে ২টি ছক্কায় করেন ২০ রান, চোট লক্ষ্য তাড়ায় যা টনিক হিসেবে কাজ করে।
ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে পেছনের সাফল্যের কথাও মনে করলেন মিরাজ। যে তালিকায় ছিল না ইংল্যান্ডের নাম। এবার তাদের বিপক্ষে জেতায় উচ্ছ্বাসের শেষ নেই বাংলাদেশ অলরাউন্ডারের, 'সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি (তিন ফরম্যাটের যেকোনো একটিতে), শুধু একটা মাত্র দল ছিল, যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টিতে আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।'
ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এমন দলের বিপক্ষে সিরিজ জেতার আনন্দ হয়তো একটু বেশিই। যদিও মিরাজ তেমন মনে করেন না, 'প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে।.প্রতিটা দলকে হারালে আমাদের ফিলিংস একই রকম থাকে। কারণ দিনশেষে, জিতেছে কে? বাংলাদেশ।'
'আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজ দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজমেন্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জেতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে।' যোগ করেন মিরাজ।
সব দলের বিপক্ষে সিরিজ জয়ের হিসাবটা মিরাজ করেছেন তিন ফরম্যাট মিলিয়ে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া ওয়ানডে মর্যাদা বাকি সব দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই দুই দলের বিপক্ষে আবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্টে কেবল দুটি দলের বিপক্ষে সিরিজ জয় আছে বাংলাদেশের; ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সব ফরম্যাট মিলিয়ে প্রথম সারির ক্রিকেট খেলা আইসিসির সদস্য এমন কোনো দেশ নেই, যাদের বিপক্ষে খেলে সিরিজ জয় নেই বাংলাদেশের।