‘আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব’- হারের পর মিরাজ
ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দিশা খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ভারত সফর, ঘরের মাঠ মিলিয়ে টানা ৪ টেস্ট হারা দলটি ক্যারিবীয় দীপপুঞ্জে আরও ধুঁকছে। দুই ইনিংসেই চরম হতাশার ব্যাটিংয়ে বাংলাদেশ মেনে নিয়েছে ২০১ রানের বড় হার। অসহায় আত্মসমর্পণে এমন হারের পরও অবশ্য খেই হারাচ্ছেন না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের আশা, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবেন তারা।
উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন মিরাজ। দলের পরিকল্পনা বাস্তবায়নে বোলাররাও মন লাগিয়ে বোলিং করেন, ২৬১ রানে তুলে নেন ৭ উইকেট। কিন্তু এখান থেকে ১৪০ রানের জুটি পাওয়া ক্যারিবীয়রা শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ১৮১ রানে পিছিয়ে থেকেই ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৫২ রান তুললে মিরাজদের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। এই রান তাড়ায় ব্যাটিং দুর্দশায় বাংলাদেশ থামে ১৩২ রানেই।
হারের কারণ হিসেবে ক্যারিবীয়দের অষ্টম উইকেটে পাওয়া ১৪০ রানের জুটির কথা উল্লেখ করেন মিরাজ। ওখানেই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে বলে মনে করেন ডানহাতি এই অলরাউন্ডার। তবে এটাই যে একমাত্র কারণ নয়, ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা মেনে নেন মিরাজ। জানান, ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ।
মিরাজ বলেন, 'আমার মনে হয়, আমরা খুবই ভালো বোলিং করেছি, তাসকিন ৬ উইকেট নিয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো জুটি পেয়েছে। ৭ উইকেট হারানোর পর তারা ১৪০ রানের জুটি পায়। আমার মনে হয়, ম্যাচে আমরা ওখানে পিছিয়ে পড়ি। এরপরও ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে এই ম্যাচ থেকে। কিন্তু সত্যি বলতে এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমরা বেশ কিছু ভুল করেছি। যদিও ম্যাচে এমন হতেই পারে।'
চোটের কারণে ওয়েষ্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। নানা জটিলতায় সাকিব আল হাসানেরও খেলা হচ্ছে না। বর্তমান দলটি মূলত তারুণ্য নির্ভর। এরপরও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মিরাজ, 'আশা করি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। আমরা জানি, এই ম্যাচে কী কী ভুল করেছি। আমাদের অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে কীভাবে ভালো করব, সেটা নিয়ে ভাবতে হবে। দলের মধ্যে এ নিয়ে ইতোমধ্যে কথা হয়েছে।'
প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া তাসকিন আহমেদ পরের ইনিংসে পান ৬ উইকেট। ভালো বোলিং করেছেন হাসান মাহমুদও। পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে মিরাজ বলেন, 'এই মুহূর্তে আমাদের ভালো পেস বোলার আছে। আমাদের দলে তাসকিন, হাসান, নাহিদ রানার (এই ম্যাচে খেলেননি) মতো পেসার আছে। তারা খুবই ভালো বোলিং করেছে, তারা গত কয়েক বছর কঠোর পরিশ্রম করেছে। বোলারদের নিয়ে আমরা খুশি। তাইজুলের মতো স্পিনারও আছে আমাদের, প্রথম ইনিংসে সে খুবই ভালো বোলিং করেছে। বোলারদের নিয়ে আমি খুশি।'
ভারত সফর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং অর্ডার। বোলাররা সুযোগ তৈরি করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে পিছিয়ে পড়ছে তারা। জ্যামাইকা টেস্টে ভালো ব্যাটিং করার চেষ্টার কথা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা জানি, এই ম্যাচে আমাদের বেশ কিছু ভুল ছিল। কোনো ইনিংসেই আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ব্যাটসম্যানদের মধ্যে কথা বলতে হবে যে কীভাবে আমরা ভালো করতে পারি।'