লিটনের দারুণ ইনিংসের পরও বাংলাদেশের আক্ষেপ
সিরিজে এগিয়ে থাকলে যেকোনো দলেরই শারীরিক ভাষায় সেটার ছাপ ফুটে ওঠে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের বেলাতেও সেটা স্পষ্ট হলো। আগে ব্যটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরুর পর দেখা গেল লিটন কুমার দাসের অনিন্দ্য সুন্দর ব্যাটিং। তার চোখ ধাঁধানো শটে খেলা ঝলমলে ইনিংসের সঙ্গে নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিং, বাংলাদেশ পেল লড়ার পুঁজি। যদিও শেষ দিকে ইংল্যান্ডের দারুণ বোলিংয়ে একেবারেই কম রান হওয়ায় আছে আক্ষেপও।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ লিটন ও শান্তর ব্যাটে ২ উইকেটে ১৫৮ রান তুলেছে। ইংলিশদের বিপক্ষে যৌথভাবে এটা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চলতি সিরিজের প্রথম ম্যাচেও ১৫৮ রান করে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন ও রনি তালকুদার। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৪৫ রান তোলার পাশাপাশি উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে ৫৫ রানের জুটি গড়েন তারা, এ সময়ে দুজনকে সাবলীলই দেখাচ্ছিল। যদিও প্রায় আট বছর পর জাতীয় দলে ফেরা রনি আউট হন অদ্ভুতভাবে। রিভার্স সুইপ খেলতে গিয়ে বোলার আদিল রশিদের হাতে ক্যাচ তুলে দেন ২২ বলে ৩টি চারে ২২ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
রনিকে হারানোর চাপ বাংলাদেশকে বুঝতে হয়নি। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন লিটন ও দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। এ দুজন ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন। এ সময়ে শান্ত দেখেশুনে খেললেও লিটন অসাধারণ সব শটে দ্রুততার সঙ্গে দলের স্কোরকার্ডে রান যোগ করে যেতে থাকেন। ১৭তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি, টি-টোয়েন্টিতে নবম হাফ সেঞ্চুরির ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। এর আগে লিটনের সর্বোচ্চ ছিল ৬৯ রান।
লিটন আউট হওয়ার পর শান্তর সঙ্গে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে এ দুজন টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালাতে পারেননি, তাতে রান তোলার গতি কমে আসে। লিটন উইকেটে থাকা অবস্থায় মনে হচ্ছিল ১৮০ বা ১৯০ রানের মতো সংগ্রহ গড়ে ফেলতে পারে বাংলাদেশ। কিন্তু তার বিদায়ে সেটা আর হয়নি।
অধিনায়ক সাকিব শেষ দিকে নেমে টি-টোয়েন্টির মতো ব্যাট চালাতে পারেননি, শান্তও পারেননি মারকুটে মেজাজে থাকতে। শেষ ৫ ওভারে মাত্র ২৭ রান তোলে বাংলাদেশ। শান্ত ৩৬ বলে একটি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন। সাকিব ৬ বলে ৪ রান করেন। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ ও পেসার ক্রিস জর্ডান একটি করে উইকেট নেন।