'আমরা হয়তো এশিয়ার সেরা ফিল্ডিং দল'
ব্যাটিং-বোলিং তো বটেই, ফিল্ডিংয়েও অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশের। আর তিনের মিশেলেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মতো অর্জন এসেছে।
সাদা বলের অবিসংবাদিত রাজাদের নাকানি-চুবানি খাইয়ে জেতার খুশিতেই কিনা বাংলাদেশ অধিনায়ক সাকিব বললেন, এশিয়ার সেরা ফিল্ডিং দল হয়তো এখন তারাই।
তবে সাকিবের কথার পক্ষে প্রমাণও আছে বেশ। সিরিজ জুড়েই দুর্দান্ত ফিল্ডিং করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এই ম্যাচেই যেমন বাংলাদেশের দুই ওপেনারকেই 'জীবন' পেয়েছেন ইংলিশ ফিল্ডারদের হাতে, গ্রাউন্ড ফিল্ডিংয়েও বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল বেশ এলেমেলো।
অন্যদিকে বাংলাদেশের ফিল্ডিং ছিল অসাধারণ।, জস বাটলারকে সরাসরি থ্রোয়ে রানআউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ ঘুরে গেছে সেখানেই। বেশ কিছুদিন ধরেই ফিল্ডিং বাংলাদেশের দুশ্চিন্তার নাম, তবে এই সিরিজ দেখল ভিন্ন কিছুই। এমনই ব্যতিক্রম যে, সাকিব আল হাসানের মনে হচ্ছে বাংলাদেশের এ দলটিই এখন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা!
সংবাদ সম্মেলনে এসে বললেন, 'সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে, তিন ম্যাচে যেমন ফিল্ডিং করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। সে জায়গা থেকে অনেক বড় টিক মার্ক। সবচেয়ে বড় উন্নতি ফিল্ডিংয়ে। যেটা সব সময়ই করা উচিত।'
এশিয়ার শ্রেষ্ঠত্বের দাবিটাও এল এরপরই, 'আমাদের পরিকল্পনা আছে এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার। মনে হয় না আমরা খুব বেশি পিছিয়ে আছি। আমি বলব, এ দলটা হয়তো এশিয়ার সেরা ফিল্ডিং দল।'
দলের ফিল্ডিং নিয়ে যেন প্রশংসার ঝুড়ি শেষই হচ্ছিলো না সাকিবের, 'তিনটা ম্যাচেই অসাধারণ ফিল্ডিং করেছি। টি-টোয়েন্টিতে যেখানে ২ রান, ৪ রান বা ১০-১৫ রান অনেক বড় পার্থক্য গড়ে দেয়, সেখানে অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি এবার।'