সমুদ্রের প্লাস্টিক অপসারণে অ্যাডিডাসের অভিনব উদ্যোগ
সারা বিশ্বে প্লাস্টিক বর্জ্য পদার্থের দূষণ পৌঁছেছে ভয়ংকর মাত্রায়। প্রতিদিনের জীবনে এই বস্তুটির ব্যবহার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যার ফলে অপচনশীল প্লাস্টিকে ভরে উঠছে আশেপাশের পরিবেশ।
প্লাস্টিকের ব্যবহারের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সামুদ্রিক জীবন। পানিতে যাওয়া প্লাস্টিকের সংস্পর্শে এসে সামুদ্রিক জীবরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বিশ্বের অনেক বড় কোম্পানিই চেষ্টা করছে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে। সে তালিকায় অনেক আগেই যোগ দিয়েছে অ্যাডিডাস।
বিশ্ববিখ্যাত এই জার্মান ফুটবল সামগ্রী প্রস্তুতকারক সংস্থাটি তাদের নতুন বুট বাজারে এনেছে। যা তৈরি করা হয়েছে সমুদ্রের ধার থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে। অ্যাডিডাস তাদের এই বুটের নাম দিয়েছে 'পার্লে বুট প্যাক'।
বার্সেলোনা তারকা পেদ্রি অ্যাডিডাসের নতুন এই বুটের প্রচারণায় অংশ নিয়েছেন, তার সাথে আছেন মাপি লিওন।
এই বুটগুলো বানানোর জন্য যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন দ্বীপ, কোস্ট এবং বিচ থেকে। সমুদ্রের পানিতে পৌঁছানোর আগেই এসব প্লাস্টিক তুলে নেওয়া হয়েছে।
অ্যাডিডাসের এই ভিন্ন উদ্যোগ প্রশংসাও কুড়োচ্ছে বেশ। ২০১৫ সাল থেকেই প্লাস্টিকের তৈরি বস্তু ব্যবহার কমানো নিয়ে কাজ করে যাচ্ছে অ্যাডিডাস। যার সর্বশেষ নজির তাদের এই বুট বাজারে আনা।