বিশ্বচ্যাম্পিয়নদের বরণ: কাঁদলেন মেসি-মার্তিনেসরা
এল মনুমেন্টালে উপস্থিত প্রায় ৯০ হাজার দর্শকের মুখে ক্রমাগত উল্লাস ধ্বনি, মাঠের মাঝখানে দাঁড়িয়ে তা উপভোগ করছেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা, ডাগ আউটে দাঁড়ানো লিওনেল স্কালোনির শরীরে শিহরণ বয়ে যাচ্ছে।
ঠিক এই দিনটির অপেক্ষাতেই তো ছিলেন তারা। যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছেন সেদিন থেকেই এই স্বপ্ন দেখে এসেছেন মেসি-মার্তিনেসরা। তাই অবশেষে, দিনটি যখন এলোই, চোখের পানি ধরে রাখতে পারলেন না আলবিসেলেস্তে খেলোয়াড়দের কেউ কেউ।
নিজেদের বিশ্বজয়ী নায়কদের বরণ করে নিলেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপ জেতার পরপরই ট্রফি নিয়ে দেশে ফেরার পর প্রায় ৪০ লক্ষ মানুষ বুয়েন্স এইরেসের রাস্তায় নেমে এসেছিলেন। তবে সেই উদযাপন টা ছিলো ছন্নছাড়া।
আর রিভারপ্লেটের মাঠ মনুমেন্টালে যেন গোছানোভাবে মেসি-দি মারিয়াদের অভিবাদন জানালেন আর্জেন্টাইনরা। লিওনেল মেসি উপভোগ করলেন প্রতিটি মুহূর্ত। এমনটিই তো চেয়েছেন তিনি, আর্জেন্টিনার মানুষের মুখে হাসি ফোটানো নায়কেরা নিজেরা তাই আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টাও করলেন না।
পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচটি বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। থিয়াগো আলমাদা এবং লিওনেল মেসি করেছেন গোল দুটি।
ম্যাচের আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নেন গ্যালারিতে উপস্থিত সমর্থকরা। প্রত্যেক খেলোয়াড়কে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি উপহার দেওয়া হয়। আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কুরাকাওয়ের বিপক্ষে।