মনস্তাত্ত্বিক খেলাই মার্তিনেসের সবচেয়ে বড় অস্ত্র
টাইব্রেকারে প্রতিপক্ষ দলে এমিলিয়ানো মার্তিনেস থাকা মানেই হার নিশ্চিত, এমনটাই যেন হয়ে উঠেছে বিষয়টি। মার্তিনেস গোলপোস্টের নিচে ছিলেন, এমন সর্বশেষ পাঁচ টাইব্রেকারেই যে জিতেছে তার দল। আর প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন মার্তিনেস দেয়াল ভাঙতে।
টাইব্রেকারে মার্তিনেসের এমন সফলতার পেছনে তার দৃঢ় মানসিকতাই সবচেয়ে বড় অস্ত্র। প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিক খেলায় ঘাবড়ে দিতে এই আর্জেন্টাইনের চেয়ে ভালো আর কেই-বা আছেন!
মুখোমুখি হওয়া সর্বশেষ ২৪টি টাইব্রেকার শটের ১০টিই ঠেকিয়েছেন মার্তিনেস। এই পাঁচ টাইব্রেকারের মধ্যে আছে ২০২২ বিশ্বকাপের ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে দুই শিরোপা শেষপর্যন্ত আর্জেন্টিনাই জিতেছে।
এবার নিজের ক্লাব অ্যাস্টন ভিলাকে তুলেছেন কনফারেন্স লিগের সেমি-ফাইনালে। তাও আবার কোথায়! ফ্রান্সের মাটিতে। যে ফ্রান্সকে মার্তিনেস কাঁদিয়েছেন বিশ্বকাপ ফাইনালে। আর সেজন্যই ফরাসি দর্শকরাও তাকে দুয়ো দিয়েছেন পুরো সময় জুড়ে।
তাতে অবশ্য বয়েই গেছে মার্তিনেসের। এই ম্যাচেও খেলেছেন তার বিখ্যাত মনস্তাত্ত্বিক খেলা। আর তাতে খেই হারিয়ে পেনাল্টি মিস করেছেন লিলের দুইজন। শেষপর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ভিলা।