মেসির চোখে বিশ্বের সেরা গোলরক্ষক মার্তিনেস
টাইব্রেকারে প্রথম শটে পানেনকা নিতে গিয়ে বারপোস্টে লাগালেন লিওনেল মেসি। কিন্তু তখনও আর্জেন্টিনা সমর্থকরা খুব একটা চিন্তায় পড়েছেন বলে মনে হয় না। কারণ তাদের গোলপোস্ট পাহারা দিচ্ছেন যে এমিলিয়ানো মার্তিনেস। আরেকবার নিজের জাদু দেখিয়েছেন এই দীর্ঘদেহী গোলরক্ষক। টাইব্রেকারে ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলের ব্যবধানে।
২০২১ এর কোপা, ২০২২ এর বিশ্বকাপের পর নিজের বীরত্ব আরেকবার দেখিয়েছেন মার্তিনেস। এর আগে কোপা আমেরিকা ও বিশ্বকাপ মিলিয়ে তিনটি টাইব্রেকার খেলেছেন মার্তিনেস, জিতেছেন সবকটিই। এবারও তার ব্যতিক্রম হলো না।
মেসির মিসের পর কিছুটা চাপে পড়লেও সেই চাপ তুড়ি মেরে উড়িয়ে দিলেন এমি। ইকুয়েডরের প্রথম দুই শট একবার বামে, আরেকবার ডানে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন এই গোলরক্ষক। আর্জেন্টিনা নিজেদের পরের চার শটেই গোল করে। সেমি-ফাইনালে ওঠার পেছনে মার্তিনেসের ভূমিকা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা কিংবদন্তির কাছে মার্তিনেসই বিশ্বের সেরা গোলরক্ষক। ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, 'কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমাদের অনেক ভুগতে হয়েছে। কিন্তু জেতার জন্য সবাই খুব পরিশ্রম করেছে। সবচেয়ে বড় কথা, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলরক্ষক।'
সেমি-ফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় কোপা আমেরিকার ফাইনাল খেলার লক্ষ্যে নিজেদের গ্রুপ পর্বের প্রতিপক্ষের বাধা আরেকবার পেরোতে হবে আলবিসেলেস্তেদের৷ গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলের ব্যবধানে।