ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৮০০ গোল পূর্ণ মেসির
ইদানিং লিওনেল মেসি মাঠে নামলেই যেন কোনো না কোনো মাইলফলক স্পর্শ করছেন। কদিন আগেই যেমন ক্লাব ক্যারিয়ারে পূর্ণ করলেন ৭০০ গোল ও ৩০০ অ্যাসিস্টের মাইলফলক। এবার পানামার বিপক্ষে গোল করে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ৮০০ গোল পূর্ণ করলেন আর্জেন্টাইন জাদুকর।
ফ্রি-কিক থেকে কদিন আগেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ভাবলেন, তিনি আর বাদ থাকবেন কেন! পানামার বিপক্ষে ফ্রি-কিক থেকে দেওয়া দুর্দান্ত গোল মেসিকে পৌঁছে দিলো নতুন উচ্চতায়।
বর্তমানে খেলা খেলোয়াড়দের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোরই এই কীর্তি আছে। মেসি যদিও সিআর সেভেনের চেয়ে ১২০ এর মতো কম ম্যাচ খেলেই এই মাইলফলক ছুঁয়েছেন।
আর্জেন্টিনার হয়ে মেসির গোল দাঁড়াল ৯৯ টিতে। আরেকটি গোল করলেই ১০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন এলএম ১০।
উল্লেখ্য, পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচটি বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। থিয়াগো আলমাদা এবং লিওনেল মেসি করেছেন গোল দুটি।
ম্যাচের আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নেন গ্যালারিতে উপস্থিত সমর্থকরা। প্রত্যেক খেলোয়াড়কে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি উপহার দেওয়া হয়। আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কুরাকাওয়ের বিপক্ষে।