কেইনের রেকর্ডের রাত, ৬২ বছর পর ইতালির মাঠে জিতল ইংল্যান্ড
সামনের জুলাইয়ে বয়স হবে ৩০। আর এর মধ্যেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া সারা হ্যারি কেইনের। ওয়েইন রুনির ৫৩ গোলকে পেছনে ফেলে ৫৪ গোল নিয়ে কেইন এখন সবার ওপরে।
অধিনায়কের এমন কীর্তির দিনে ইংল্যান্ডও কাটিয়েছে এক দীর্ঘ খরা। ৬২ বছর ইতালির মাঠে ম্যাচ জিতেছে থ্রি লায়ন্সরা।
ইউরো ২০২৪ এর বাছাইপর্বে শুভ সূচনা করেছে গ্যারেথ সাউথগেটের দল। ইতালিকে তাদেরই মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
ম্যাচের ১৩ মিনিটে ডেক্লান রাইসের গোলে এগিয়ে যাওয়া ইংলিশরা ব্যবধান দ্বিগুণ করে কেইনের দেওয়ার পেনাল্টি গোলে। আর এই গোলের মাধ্যমেই নিজের নাম ইতিহাসের পাতায় চিরস্থায়ী করে নিলেন ২৯ বছর বয়সী স্পার্স ফরোয়ার্ড।
মাত্র ৮১ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন তিনি। নিজের এই গোলসংখ্যা কেইন কোথায় নিয়ে যান সেটিই এখন দেখার বিষয়। প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতেও আর ৫৭ টি গোল দরকার কেইনের।
এরপর ৫৬ মিনিটে ইতালি ব্যবধান কমায়, ৮০ মিনিটে ইংল্যান্ডের লুক শ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় থ্রি লায়ন্সরা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি সাউথগেটের দলের।
নিজেদের পরবর্তী ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি হবে ইংলিশদের ঘরের মাঠে।