ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা
বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো চ্যাম্পিয়ন। এরপর জনপ্রিয়তা, বড় দলের অংশগ্রহণের বিচারে কোপা আমেরিকাকে ধরা হয়। গত মাসে মাঠে গড়ানো টুর্নামেন্ট দুটি দেখতে দেখতে পর্দা নামার অপেক্ষায়।
ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সোমবার ভোর ৬টায় কোপার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই দুই ম্যাচের আগে দেখে নেওয়া যাক কোন আসরের প্রাইজমানি কেমন।
শুরুতে মোট প্রাইজ মানির পরিমাণটা দেখা যাক, যেখানে কোপার সঙ্গে ইউরোর প্রাইজমানির ব্যবধান অনেক। কোপার মোট প্রাইজমানির প্রায় অর্ধেকটা একাই পেতে পারে ইউরোর শিরোপা জেতা দল। কোপায় এবার মোট প্রাইজমানি রাখা হয়েছে ৭২ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮৪৩ কোটি টাকারও বেশি।। তবে এর চেয়ে অনেক বেশি প্রাইজমানি ইউরোর। আসরটির মোট প্রাইজমানি ৩৩৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৯৪৮ কোটি টাকারও বেশি।
কোপা আমেরিকার প্রাইজমানি
কোপা আমেরিকার এবারের আসরে ১৬টি দল অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৮ কোটি টাকারও বেশি। রানার্স-আপ দলের প্রাইজমানি ৭ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৮২ কোটিরও বেশি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দলের প্রাইজমানি দেড় মিলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা।
সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া উরুগুয়ে তৃতীয় হয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডাকে টাইব্রেকারে হারানো দলটি পেয়েছে ৫ মিলিয়ন ডলার (সাড়ে ৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া কানাডা পেয়েছে ৪ মিলিয়ন ডলার (৪৬ কোটিও টাকারও বেশি)। অংশগ্রহণ বাবদই প্রতিটি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ২৩ কোটির টাকারও বেশি।
ইউরোর প্রাইজমানি
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ২০টি দল। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৮.৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০১ কোটি টাকারও বেশি। রানার্সআপ দল পাবে ৫.৪ মিলিয়ন ডলার, বাংলাদেশ মুদ্রায় যা সাড়ে ৫০ কোট টাকা। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৪০ লাখ ৩০ হাজার ডলার করে (৪৭ কোটি ৩৯ লাখেরও বেশি)।
শেষ ষোলোতে থেকে বিদায় নেওয়া আট দল পাবে ১৬ লাখ ২০ হাজার ডলার করে (১৯ কোটি ৫ লাখেরও বেশি)। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দলের প্রাইজমানি ২৬ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি ৬৩ লাখেরও বেশি। অংশগ্রহণ বাবদ প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা ১১৭ কোটি ৬০ লাখের বেশি।
এ ছাড়া গ্রুপ পর্বের প্রতিটি জয়ের বোনাস ১০ লাখ ৭ হাজার ডলার (১১ কোটি ৮৪ লাখের বেশি)। প্রতিটি ড্রয়ের জন্য বোনাস ৫ লাখ ৩০ হাজার ডলার (৬ কোটি ২৩ লাখেরও বেশি)। চ্যাম্পিয়নের প্রাইজমানি ৮.৬ মিলিয়ন হলেও শিরোপা জিতলে সব মিলিয়ে স্পেন পাবে ২৮.২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৬০ কোটি টাকারও বেশি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে পাবে ২৭.৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫০ কোটি টাকার বেশি। যা কোপার মোট প্রাইজমানির প্রায় অর্ধেক।