সাকিব কেন বোলিং করেন না, দলের কেউ তা জানেন না
মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে আসেন সাকিব আল হাসান, করেন মাত্র ৩ ওভারে। উইকেটশিকারী বোলার হয়েও সেভাবে বোলিং না করায় দিনের খেলা শেষে সাকিবকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। এ নিয়ে ধারণা নেই বলে জানান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আইরিশদের দ্বিতীয় ইনিংসে সাকিবই বোলিং শুরু করায় দ্বিতীয় দিন আলোচনায় ছিল না বিষয়টি।
তৃতীয় দিনে আবারও বল হাতে অনিয়মিত সাকিবের দেখা মিললো, আবারও উঠলো প্রশ্ন। কিন্তু অন্যদের মতো বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানালেন, এ নিয়ে কোনো ধারণাই নেই তার। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, অধিনায়কের বোলিং করা, না করা নিয়ে দলের কেউই কিছু জানেন না!
আয়ারল্যান্ডের দুই ইনিংসে সাকিব বোলিং করেছেন মাত্র ১৬ ওভার। যেখানে বাকি দুই স্পিনার তাইজুল ইসলাম বোলিং করেছেন ৬৬ ওভার ও মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৫.২ ওভার। মিরপুর টেস্টের প্রথম দিনে মাঠে সাকিবের উপস্থিতিই সেভাবে বোঝা যায়নি। অধিনায়কে হলেও তাকে দেখিয়েছে একেবারেই নিশ্চুপ, বোলিং করেন ৩ ওভার। দ্বিতীয় দিন ৭ ওভার বোলিং করা সাকিব আজ করেছেন ৬ ওভার।
ফিট থাকার পরও কোনো টেস্টে সাকিবকে এতো কম বোলিং করতে কখনই দেখা যায়নি। স্পিন আক্রমণের নেতা হয়েও কী কারণে সাকিব নিয়মিত বোলিং করছেন না? ডোনাল্ড বললেন, 'আমাকে স্বীকার করতেই হবে যে, আমার কোনো ধারণা নেই। তাকে ফিটই মনে হচ্ছে (ফিট আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে)। বাথরুম ব্রেকের জন্য সে কয়েকবার মাঠের বাইরে এসেছে। কিন্তু আমি এ নিয়ে নিশ্চত নই।'
'আমার মনে হয়, সে চেয়েছে অন্যরা আক্রমণে গিয়ে কাজটা করে দিক, কিন্তু আমি সত্যিই জানি না আজ কেন সে যথেষ্ট বোলিং করেনি। ১৩ ওভারে (দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং) ২০ রানে (২৬ রান) ২ উইকেট অবিশ্বাস্য। সত্যি বলতে কালকের মতো আজ বল স্পিন করেনি। আমার মনে হয়েছিল নতুন বলের পিচ হতে যাচ্ছে এটা এবং এই উইকেটে গিয়ে আপনি রান করতে পারবেন। যাই হোক, আপনাকে আমি এই প্রশ্নটা সাকিবকে করতে বলবো।' যোগ করেন ডোনাল্ড।