আল-নাসেরের ড্র, মেজাজ হারালেন রোনালদো
আল-নাসেরের পয়েন্ট খোয়ানোর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর মেজাজ হারানো যেন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে সৌদি আরবের লিগে। যে ম্যাচে আল-নাসের জেতে বা রোনালদো নিজে গোল পান, সেদিন সবকিছুই ঠিকঠাক থাকে। বাগড়া বাঁধে তখনই যখন রোনালদো নিজে কোনো অবদান না রাখতে পারায় আল-নাসের পয়েন্ট হারায়।
লিগের ১০ নম্বরে থাকা দল আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা লড়াইয়ে ধাক্কা খেয়েছে আল-নাসের। রোনালদো নিজেও ছিলেন নিষ্প্রভ। সেই হতাশা থেকেই কিনা ম্যাচ শেষে মেজাজ হারিয়েছেন পর্তুগিজ তারকা।
আল-নাসেরের পয়েন্ট খোয়ানোয় নিজের ওপর অসন্তুষ্ট হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক সময় যে ধরনের সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত গোল করেছেন, এবার সেই একই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ম্যাচ শেষে হতাশাও লুকাতে পারেননি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাঠ ছেড়ে গেছেন সৌজন্য করমর্দন ছাড়াই।
আগের তিন ম্যাচে দুটি করে মোট ৬ গোল করা রোনালদো আল ফেইহার বিপক্ষে দুটি সুযোগ পেয়েছিলেন। ৩৩ মিনিটে ছিল গোলের সেরা সুযোগটি। লুইস গুস্তাভোর নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি। তখন সামনে শুধু আল ফেইহার গোলকিপারই ছিলেন।
আরেকটি সুযোগ পান ৭৭ মিনিটে। তালিসকার হেড থেকে পাওয়া বলে বাঁ পায়ের শট ঠিক জায়গায় রাখতে পারলেই গোল পেয়ে যেতে পারতেন। কিন্তু সেটি রোনালদো পোস্টের ওপর দিয়ে মারেন।
ম্যাচের পরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ বাঁশি বাজার পরপর হন্তদন্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছেন রোনালদো। মুখে বিরক্তির ছাপ। এ সময় আল ফেইহার আলী আল-জাকানকে উদ্দেশ করে বলতে থাকেন, 'তুমি খেলতে চাও না, তাই না?
মূলত শেষ দিকে আল ফেইহার খেলোয়াড়দের সময় নষ্টকে ইঙ্গিত করছিলেন রোনালদো। আল–জাকানও অবশ্য চুপ থাকেননি। রোনালদোর কথার জবাবে তিনিও কিছু একটা বলেন। হাঁটতে হাঁটতে রোনালদো এরপরও কথা বলে যাচ্ছিলেন। একপর্যায়ে আরেক খেলোয়াড়কে উদ্দেশ করে মুখ বন্ধ রাখার ইশারাও দেন।
এরপর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য করমর্দন করেন আল-নাসেরের খেলোয়াড়েরা। তবে রোনালদো সেদিকে নজর না দিয়েই সোজা ড্রেসিংরুমে চলে যান।