বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মেসি-এমবাপ্পে, নেই রোনালদো
ক্যারিয়ারে অর্জনের আর কিছুই বাকি নেই তার। দলীয় এবং ব্যক্তিগত সব সম্মান জিতেছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে জেতা সম্ভব তার প্রায় সবই জিতেছেন তিনি। আর্জেন্টিনাকে গত ডিসেম্বরে জিতিয়েছেন বিশ্বকাপও।
এর মধ্য দিয়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি।
প্রতি বছরই এই তালিকাটি করে থাকে টাইম। যেখানে তারা প্রতি বছর বিশ্বে বিভিন্ন খাতে অবদান রাখা এবং প্রভাব ফেলা ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। বেশ কয়েক বছর ধরেই এই তালিকায় জায়গা পেয়ে আসছেন লিওনেল মেসি।
২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পর অবধারিতভাবেই আবারো এই তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির পাশাপাশি এই তালিকায়া আছেন তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও।
টাইমের ২০২৩ সালের সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তির তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।