ফিফার সিদ্ধান্তে পুরোপুরি 'অবাক' নন সালাউদ্দিন
আর্থিক অনিয়মের দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সেইসাথে দশ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।
এই বিষয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি জানিয়েছেন, বাফুফের সিদ্ধান্তের জন্য অন্তত দুইদিন অপেক্ষা করতে হবে।
সোহাগের ব্যাপারে বাফুফে কী করবে সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, 'আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখানেই আছি। বাদবাকি বাফুফে কি সিদ্ধান্ত নেবে তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে।'
তবে ফিফার সিদ্ধান্তে পুরোপুরি অবাক নন বাফুফে সভাপতি। এ ধরণের কিছু যে আসতে যাচ্ছে সে বিষয়ে অবগত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, 'ইয়েস এন্ড নো। ওরা যখন জুরিখে গেছিলো তখন জানি যে একটা ইয়ে চলছে....। তখনও অফিশিয়ালি আমাকে কেউ জানায়নি। এখনও অফিশিয়ালি আমি ফিফা থেকে কোনও চিঠি পাই নাই।
এদিকে এই বিষয়ে আবু নাঈম সোহাগের সঙ্গেও কথা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি, 'এথিক্স কমিটির যে সিদ্ধান্ত নেয় হয়েছে এটা নিয়ে আমি সোহগের সঙ্গে কথা বলেছি গতকাল রাতে। সে আমাকে বলেছে, এথিক্স কমিটির যে সিদ্ধান্ত সেটা তার উপর অবিচার করা হয়েছে বলে সে মনে করে। এবং এটা নিয়ে কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে বলে আমাকে জানিয়েছেন।'