প্রশ্ন শুনে ‘থ্যাংক ইউ’ বলে উঠে গেলেন সালাউদ্দিন
আর্থিক অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি জরিমানা করা হয়েছে দশ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা)। সোহাগের নিষেধাজ্ঞা বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা, এমন প্রশ্ন এড়িয়ে গেলেন কাজী সালাউদ্দিন। এমন প্রশ্ন করতেই উঠে চলে যান বাফুফে সভাপতি।
সোহাগ নিষিদ্ধ হওয়ার পরদিন (শনিবার) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হাজির হন সালাউদ্দিন। শুরুতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যদিও বেশি প্রশ্ন করার সুযোগ মেলেনি তাদের। আর একটি প্রশ্নে তো সংবাদ সম্মেলন কক্ষ থেকেই বেরিয়ে যান সালাউদ্দিন।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফার নিষিদ্ধ করার ব্যাপারটি বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা? প্রশ্নটি মনোযোগ দিয়েই শোনেন সালাউদ্দিন, কিন্তু উত্তরে কিছুই বলেননি। এমন প্রশ্ন শুনে দুই হাত তুলে 'থ্যাংক ইউ' বলে সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। সাংবাদিকরা তখন বলছিলেন, তাদের প্রশ্ন শেষ হয়নি। কিন্তু তাতে কান দেননি বাফুফে বস।
সোহাগের নিষিদ্ধ হওয়ার ঘটনাকে দুঃসংবাদ জানিয়ে এর আগে সালাউদ্দিন বলেন, 'আজ আমরা সবাই একসাথে হয়েছি একটা দুঃসংবাদে, খারাপ সংবাদে। বাংলাদেশের ফুটবল ফেডারেশেন সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। গতকাল, আজও ডকুমেন্টস পড়েছি, তবে শেষ করতে পারিনি। তার বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন সেটা হয়ে গেছে।'
ফিফার এমন সিদ্ধান্তের পর বাফুফের অবস্থান কী হবে? সালাউদ্দিন বলেন, 'আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেখানেই আছি। বাদ বাকি বাফুফে কী সিদ্ধান্ত নেবে, তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে, এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।'
'আমি একটা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। উনারা কাল, পরশু দেশে এসে পৌঁছাবেন। সকলে এসে পৌছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব। এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কি হবে।' যোগ করেন বাফুফে প্রধান।