চ্যাম্পিয়ন্স লিগ: নাপোলির প্রথম নাকি ষোলো বছর পর মিলান?
সাতবারের চ্যাম্পিয়ন তারা, রিয়াল মাদ্রিদের পর যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসেরই সর্বোচ্চ। সেই এসি মিলানই কিনা ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও উঠতে পারেনি!
আজ সেই খরা কাটানোর সুযোগ এসি মিলানের সামনে। নাপোলির মাঠে হার এড়াতে পারলেই ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠবে টুর্নামেন্টের দ্বিতীয় সফল এই ক্লাবটি।
যদিও কাজটি মোটেও সহজ হবে না। ইউরোপের শীর্ষ লিগ গুলোর মধ্যে নাপোলি সিরি আতে যেভাবে বিধ্বংসী ফর্মে আছে, তা শঙ্কার কারণ মিলানের জন্য। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৩ টি গোল করেছে নাপোলি। তাই প্রথম লেগ ১-০ গোলে জিতেও স্বস্তিতে নেই মিলান।
মিলানের যেমন ১৬ বছর পর সেমি-ফাইনালে ওঠার সুযোগ, নাপোলির জন্য উপলক্ষ্যটা আরো বড়। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যে কখনোই খেলা হয়নি নেপলসের দলটির। দিয়েগো ম্যারাডোনা তাদেরকে ইউরোপা লিগ জেতালেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের স্বাদ এনে দিতে পারেননি। সেটি অর্জন করতে মুখিয়ে থাকবেন ওসহিমেন-কাভারাতসখেলিয়ারা। সাথে থাকবেন নাপোলির ৬০ হাজারের বেশি সমর্থক।
যদিও এই মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছে মিলান এবং নাপোলি। যার দুটিতে জিতেছে সান সিরোর দলটি, একটি জিতেছে নাপোলি। নেপলসে খেলা ম্যাচটি মিলান জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।
ইতালিয়ান ফুটবলের স্বর্ণ যুগ ফিরিয়ে এনেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম। এটি অন্তত নিশ্চিত, এবারের ফাইনালে যে কোনো একটি ইতালিয়ান দল থাকছেই। সেটি সাতবারের চ্যাম্পিয়ন মিলান নাকি কখনোই সেমি-ফাইনাল না খেলা নাপোলি, জানতে হলে অপেক্ষা করতে হবে।