কেটে নেওয়া ১৫ পয়েন্ট ফেরত পেল জুভেন্তাস
ট্রান্সফার সম্পর্কিত হিসাব নিকাশে গরমিল করার দায়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। ইতালিয়ান ঘরোয়া লিগের সবচেয়ে সফল এই ক্লাবটির সামনের বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারা শংকার মুখে পড়ে গিয়েছিল।
সেই রায়ের বিরুদ্ধে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ট্রাইব্যুনালের আপিল বিভাগে আবেদন করে জুভেন্তাস। সেই আপিলের রায়েই বলা হয়েছে, আপাতত জুভেন্তাসের ১৫ পয়েন্ট ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আরো তদন্তের পর চূড়ান্ত রায় দেওয়া হবে।
সেই তদন্ত শেষ হতে কয়েক মাস লাগতে পারে। তাই ধারণা করা হচ্ছে, চূড়ান্ত রায়ে যদি জুভেন্তাস দোষী প্রমাণিত হয়, তাহলে সেই শাস্তিটা কার্যকর হবে আগামী মৌসুমে (২০২৩-২৪)।
১৫ পয়েন্ট ফেরত পাওয়ার পর ৪৪ থেকে তাই ৫৯ হয়ে গেছে জুভেন্টাসের পয়েন্ট, একলাফে লিগে সাত নম্বর থেকে তিন নম্বরে চলে এসেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। জুভেন্টাস তিনে উঠে আসায় চার নম্বরে নেমে গেছে রোমা, পাঁচে এসি মিলান, ছয়ে ইন্টার মিলান।
আর্থিক অনিয়মের জন্য শাস্তি পাওয়া জুভেন্তাসের জন্য নতুন কিছু নয়। পয়েন্ট কাটা তো মামুলি ব্যাপার তাদের জন্য, ২০০৬ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে জুভেন্তাসকে নামিয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয় সারির লিগে। আর এবার খেলোয়াড়দের দাম এবং বেতনের হিসাব ভুল দেওয়ার ফলে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয় তুরিনের বুড়িদের।
জুভেন্তাসের বিরুদ্ধে ইতালিয়ান এক প্রসিকিউটর অভিযোগ তোলেন আর্থিক অনিয়মের। তার অভিযোগ ছিলো, খেলোয়াড় কেনা-বেচার সময় তাদের সঠিক ট্রান্সফার ফি থেকে কম দেখিয়েছে জুভেন্তাস, এছাড়াও খেলোয়াড়দের বেতনের হিসাবেও গরমিল করেছে তারা। বিশেষ করে নতুন এবং কম পরিচিত খেলোয়াড়দের ক্ষেত্রে এটি বেশি করেছে জুভেন্তাস, যেন নিজেরা অবৈধভাবে আর্থিক লাভ করতে পারে।
এরকম ৬২ টি ট্রান্সফারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন সেই প্রসিকিউটর, যার মধ্যে ৪২ টিতেই জড়িয়ে আছে জুভেন্তাসের নাম! অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এই মৌসুমে জুভেন্তাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার আদেশ দেয় আদালত।
এর আগে ২০০৬ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায় প্রমাণিত হওয়ায় আগের দুই মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল জুভেন্তাসের, সেইসাথে তাদেরকে অবনমিত করা হয়েছিল দ্বিতীয় সারির লিগে। রেকর্ড ৩৫ বার ইতালিয়ান লিগ জেতা জুভেন্তাসের জন্য তাই শাস্তি পাওয়া নতুন কিছুই নয়।
তবে আপিলে জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি, সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও পেরাতিসি সহ আটজন নিজেদের নিষেধাজ্ঞা তোলার আবেদন করেও হেরে গেছেন। অপরদিকে জুভেন্টাসের সাবেক খেলোয়াড় ও পরিচালক পাভেল নেদভেদ, পাওলো গারিম্বের্তি এবং এনরিকো ভেল্লানোর আপিল মঞ্জুর হয়েছে। তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আবার শুনানি হবে।