এফএ কাপ ফাইনালে প্রথমবারের মতো ম্যানচেস্টার ডার্বি
বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল প্রতিযোগিতা ইংল্যান্ডের এফএ কাপ, ২০২৩ সালের শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
এফএ কাপের ইতিহাস ১৫২ বছরের, ম্যানচেস্টার ডার্বির ইতিহাস ১৪২ বছরের। অথচ এই টুর্নামেন্টের ফাইনালে এর আগে কখনো মুখোমুখি হয়নি ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
এবারের আসরের প্রথম সেমি-ফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গার্দিওলার দল। রিয়াদ মাহরেজ করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। অপর সেমি-ফাইনালে ব্রাইটনকে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে হারিয়ে ফাইনালে সিটির সঙ্গী হয়েছে ইউনাইটেড।
৩ জুন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে হবে দুই দলের এই মহারণ। এই টুর্নামেন্টে ম্যানচেস্টার ইউনাইটেডের ২১ তম ফাইনাল হতে যাচ্ছে এটি। আর্সেনালের সঙ্গে যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আগের ২০ বারের মধ্যে ১২ বার জিতেছে ইউনাইটেড।
অপরদিকে ১১ বার ফাইনাল খেলে ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে সিটি। এই মৌসুমে ঐতিহাসিক 'ট্রেবল' জয়ের সুযোগ আছে সিটির সামনে। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এফএ কাপ জিততে পারলে এই অর্জন পূর্ণ হবে হলান্ড-ডি ব্রুইনাদের।
ম্যানচেস্টার ডার্বিতে এখন পর্যন্ত ১৮৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। জয়ের পাল্লাটা ইউনাইটেডের দিকেই ভারী। ৭৮ টি জয় তাদের, বিপরীতে ৫৮ টি ম্যাচ জিতেছে সিটি, ৫৩ বার সমতায় শেষ হয়েছে ম্যাচ।
যদিও সাম্প্রতিক সময়ে সিটির আধিপত্যের কাছে অসহায় ইউনাইটেড। এই মৌসুমেও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া দুই ম্যাচে একটি করে জয় দুই দলেরই।
সবমিলিয়ে জমজমাট একটি এফএ কাপ ফাইনাল দেখার প্রত্যাশায় ফুটবল প্রেমিরা।