ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় ক্ষমা চাইলেন মেসি
অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছে তার বিরুদ্ধে। কেউ কেউ তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষ দেখছেন অনেকে। এমনও শোনা যাচ্ছে, পিএসজি তার সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা থেকেও সরে আসছে। ফুটবল বিশ্বের অনেকেই ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
এই খবর পুরোনো। নতুন খবর হলো, নিজের এমন কর্মকান্ডের জন্য পিএসজি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি।
সবাই তাকিয়ে ছিলো মেসির দিকে, পুরো বিষয়টি নিয়ে তিনি কী মন্তব্য করেন তা শোনার জন্য। অবশেষে মেসি পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এই কাজটা করলে তাকে শাস্তি পেতে হবে?
এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি সেই কারণ বলেছেন। সেই বার্তায় আরেকবার ধরা পড়ল মেসির চিরায়ত সেই বিনয়ী রূপ।
সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক, 'আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ,এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এই সফরটা বাতিল করেছি। আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব আমার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে তার জন্য আমি অপেক্ষা করছি। '