সৌদি আরবে মেসি-বেনজেমাকে আগাম স্বাগতম রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদোকে আল-নাসের দলে ভেড়ানোর পর থেকেই সৌদি আরবের ফুটবল লিগ অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্তত রোনালদো সমর্থকদের কাছে তো বটেই। গুঞ্জন শোনা যাচ্ছে, লিওনেল মেসি এবং করিম বেনজেমাও সৌদির পথেই আছেন।
পর্তুগিজ মহাতারকার কারণে সৌদি লিগের পরিচিতি বেড়েছে বিশ্বব্যাপী। সেখানে মেসি এবং বেনজেমার মতো আরো দুই মহাতারকা যুক্ত হলে লিগের মান বাড়বে বহুগুণ।
মেসি এবং বেনজেমা দুজনকেই সৌদি আরবের দুটি ক্লাব থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মেসিকে প্রস্তাব দেওয়া ক্লাবটি হলো আল-হিলাল। আর্জেন্টাইন কিংবদন্তিকে তারা বছরে ১.২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৪ হাজার কোটি টাকা দেবে বলে খবর।
অপরদিকে বেনজেমাকে প্রস্তাব দেওয়া ক্লাবটি হলো আল-ইত্তিহাদ। সৌদি লিগে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া দলটি বর্তমান ব্যালন ডি'অর জয়ী ফরাসি তারকাকে বছরে ৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা দিতেও রাজি।
এমতাবস্থায়, মেসি এবং বেনজেমা যদি সৌদি আরবে চলেই আসেন, সেক্ষত্রে রোনালদোর প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বেড়ে যাবে সেখানে। যা নিয়ে বরং খুশি সিআর সেভেন। মেসি এবং বেনজেমাকে আগাম স্বাগতম জানিয়ে রেখেছেন তিনি, 'তারা যদি আসে তাহলে স্বাগতম। তাদের মাপের খেলোয়াড় আসলে লিগের মান অনেক বেড়ে যাবে। এখনও এখানে আরবের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন, বাইরের অনেক ভালো খেলোয়াড়ও আছেন।'
রোনালদোর নিজেরই অবশ্য আল-নাসের ছাড়ার গুঞ্জন উঠেছে। কারণ এই মৌসুমে কোনো শিরোপার দেখা পায়নি দলটি। সিআর সেভেন উড়িয়ে দিয়েছেন এই খবর, 'এখানে আমি দারুণ খুশি। চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতেও যাবো। নতুন মৌসুমে দল আরো শক্তিশালী হবে। আমরা গত পাঁচ-ছয় মাসে উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে দ্রুতই আমরা শিরোপা জিতব।'