লড়াই করেও লেবাননের কাছে হার বাংলাদেশের
লেবাননের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ। পুরো ম্যাচে দারুণ খেলে শেষ পর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙলো জিকো-তপু বর্মণদের।
ঘুরেফিরে সেই একই চিত্র। সামর্থ্যে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে একটা সময় পর্যন্ত লড়াই করে হার মানা, এই দৃশ্য বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে অহরহই দেখা যায়। গেল আরেকবার, এবার সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে।
শক্তিশালী লেবাননের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করার পর ব্যক্তিগত ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। নিজেদের অর্ধে তারিক কাজির পা থেকে বল কেড়ে নেন লেবাননের স্ট্রাইকার দারুইশ। তার বাড়ানো বলেই গোলরক্ষক জিকোকে একা পেয়ে বল জালে জড়ান লেবানিজ অধিনায়ক হাসান মাতুক।
অথচ ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশই ভালো খেলেছে লেবাননের চেয়ে। ফাহিম তো লেবানিজ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। আরো কয়েকটি অর্ধেক সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
যদিও প্রথমার্ধে লেবাননের আক্রমণের তোড়ে বাংলাদেশের ডি-বক্স ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। তারপরেও ফিনিশিংয়ের দুর্বলতা এবং জিকোর দক্ষতায় গোল পায়নি লেবানন। দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনার পর বাংলাদেশের খেলায় লক্ষণীয় উন্নতি চোখে পড়ে।
তবে সবকিছুই ফিকে হয়ে যায় তারিক কাজির সেই ভুলে, লেবাননের হাই প্রেসিং সামলাতে না পেরেই ভুলটা করেন বাংলাদেশের ডিফেন্ডার। গোল খাওয়ার পর আর সুযোগ তৈরি করতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে লেবানন আরেকটি গোল করে।
ম্যাচের আগে নিজেদের চেয়ে ঢের এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে একটি পয়েন্টের আশা করেছিল বাংলাদেশ। সেটি পেতেও পারতো তারা, কিন্তু চিরকালীন সেই অভ্যাসই আরেকবার ডুবিয়েছে বাংলাদেশকে।