সাফ চ্যাম্পিয়নশিপ: আজ জিততেই হবে বাংলাদেশকে
সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ব্যাঙ্গালুরুতে গেছে বাংলাদেশ। সেই স্বপ্ন ভেঙে যেতে পারে আজই।
মালদ্বীপের বিপক্ষে আজ জিততেই হবে বাংলাদেশকে। তাই এটিকে বাঁচা-মরার লড়াই হিসেবেই দেখা হচ্ছে। প্রথম ম্যাচে প্রায় ৮০ মিনিট পর্যন্ত লড়াই করেও পুরোনো রোগে লেবাননের কাছে হেরেছে হাভিয়ের কাবরেরার দল।
এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। আজ তারা জিতলে সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। বিদায় নেবে বাংলাদেশ।
বাংলাদেশ দল এমন এক দলের সঙ্গে কোণঠাসা হয়ে নামছে, যাদের সঙ্গে শেষ তিন সাফে জয়ের কোনো নজির নেই। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে মালদ্বীপ । ২০০৩ সালে নিজেদের একমাত্র সাফ জিতেছিল বাংলাদেশ। সে আসরেই সাফে মালদ্বীপের বিপক্ষে শেষবারের মতো জয় পেয়েছিল লাল-সবুজেরা।
১৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে চার জাতি টুর্নামেন্টে শ্রীলঙ্কায় মালদ্বীপের বিপক্ষে অবশেষে জয়ের দেখা পায় বাংলাদেশ। আজ মাঠে নামার আগে বাংলাদেশের স্বস্তির জায়গা একটিই, মালদ্বীপের রক্ষণ আর আগের মতো শক্তপোক্ত নেই।
জয় ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই বাংলাদেশের। সব চাপ উতরে ফুটবলারদের আজ নিজেদের সেরাটা দেখানোর সুযোগ দেখছেন দলের কোচ কাবরেরা, 'আমি বিশ্বাস করি, এই ম্যাচে আমাদের তিন পয়েন্ট পাওয়া খুবই সম্ভব।'