পরিবেশের ক্ষতি করে ৩৬ কোটি টাকা জরিমানা দিলেন নেইমার
মাঠের সময়টা একদমই ভালো যাচ্ছে না নেইমারের৷ পিএসজিতে থাকা হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।
এর মধ্যেই মাঠের বাইরেও এক কান্ড ঘটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকার বেশি। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।
মানগারাতিবাতে ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। গতকাল সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।
কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।
এখন দেখার বিষয়, এই প্রজেক্টের কাজ নেইমার বন্ধ করেন নাকি আরো বড় শাস্তির মুখোমুখি হতে হয় তাকে।