সংখ্যায় সংখ্যায় তামিমের ক্যারিয়ার
বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরদিন আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। নিজের ডাকা সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে অনেক রেকর্ড গড়া তামিম। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক তার ক্যারিয়ার-
১৬: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের খেলার সময়কাল। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়।
৩৮৫: ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের খেলা ম্যাচের সংখ্যা। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
২৪১: তামিমের খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে কেবল মুশফিকুর রহিম, খেলেছেন ২৪৯ ম্যাচ।
৭০: তামিমের খেলা টেস্ট ম্যাচের সংখ্যা, এটাও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৮৬ ম্যাচ খেলা মুশফিক সবার উপরে।
৭৪: তামিমের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। ২০২২ সালে ১৬ জুলাই এই ফরম্যাট থেকে অবসর নেন তিনি।
২৫: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের সেঞ্চুরির সংখ্যা (১০ টেস্ট সেঞ্চুরি, ১৪ ওয়ানডে সেঞ্চুরি ও একটি টে-টোয়েন্টি)। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দেশের আর কোনো ব্যাটসম্যানের ২০টি সেঞ্চুরিও নেই।
৯৪: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের হাফ সেঞ্চুরির সংখ্যা (৩১ টি টেস্ট, ৫৬টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি)। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, ৯৬টি হাফ সেঞ্চুরি নিয়ে সবার উপরে সাকিব আল হাসান।
১৫১৪৮: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান (৫১৩৪ টেস্ট রান (দ্বিতীয় সর্বোচ্চ), ৮৩১৩ ওয়ানডে রান (সর্বোচ্চ) ও ১৭০১ টি-টোয়েন্টি রান (তৃতীয় সর্বোচ্চ)। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মালিক তামিম।
১৭৫৩: তিন ফরম্যাটে তামিমের মারা চারের সংখ্যা, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
১৮৮: তিন ফরম্যাটে তামিমের মারা ছক্কার সংখ্যার সংখ্যা, এটাও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
১৯: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের নট আউট থাকার সংখ্যা, এই তালিকায় অনেকেরই পেছনে তিনি।
২০৬: টেস্টে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, তিন ফরম্যাট মিলিয়েই এটা তার সর্বোচ্চ। বাংলাদেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
১৫৮: ওয়ানডেতে তামিমের সর্বোচ্চ রানের ইনিংস, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
১০৩: টি-টোয়েন্টিতে তামিমের সর্বোচ্চ রানের ইনিংস, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরির মালিক তিনি।
৩৭: ওয়ানডেতে তামিমের নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যা। এর মধ্যে ২১টিতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অন্তত ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাফল্যের মাপকাঠিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিমই।
৩৬: অনেক রেকর্ডে প্রথম হওয়া তামিমের জন্য এটা বিব্রতকর রেকর্ড। তিন ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারের ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।