'মেসি-রোনালদোর চেয়ে আমি এগিয়ে'
ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত প্রায় সব রেকর্ডই এই দুজন ভাগাভাগি করে নিয়েছেন। গত ১৫ বছরে মেসি ও রোনালদো সম্মিলিতভাবে জিতেছেন ১২টি ব্যালন ডি'অর।
এই দুই মহতারকার চেয়েও নিজেকে ভালো দাবি করা চাট্টিখানি কথা নয়। সেই কাজটিই করেছেন ভারত জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী!
ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল, সব ক্ষেত্রেই মেসি ও রোনালদোর জয়জয়কার। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও আছেন এই দুজন। সর্বোচ্চ ১২৩ গোল করে শীর্ষে রোনালদো। ১০৩ গোল করে মেসি আছেন তৃতীয় স্থানে।
১০৯ গোল নিয়ে দুই মহাতারকার মাঝে আছেন ইরানের আল দায়ি। মেসির তাকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার অবশ্য। তালিকার চতুর্থ নামটি একটু অবাক করতেই পারে, সেটি ভারত ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী! ৯০টি আন্তর্জাতিক গোল আছে এই বর্ষীয়ান স্ট্রাইকারের।
সদ্যই সাফ চ্যাম্পিয়নশিপে ছেত্রীর অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যেটি এই প্রতিযোগিতায় তাদের নবম শিরোপা। বরাবরের মতোই ছেত্রী সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি-রোনালদোর পাশে নিজের নাম দেখে অনুভূতি জানতে চাওয়া হয় ছেত্রীর কাছে।
সেখানেই ছেত্রী জানান, অন্তত একটি জায়গায় তিনি নিজেকে দুই কিংবদন্তির চেয়ে ভালো মনে করেন, 'মেসি-রোনালদোর মতো খেলোয়াড়ের ভক্ত আমি। বাকি অন্যসব ভক্তের মতোই আমিও তাদের খেলা উপভোগ করি। এখানে কোনো ধরনের তুলনাই চলে না। তবে যদি আন্তর্জাতিক ফুটবলে দলকে প্রতিনিধিত্ব করার কথা আসে, হয়তো আমি ওদের দুজনের চেয়েও এগিয়ে থাকব।'