'যারা ফুটবল ভালোবাসবে, তারা মেসিকেও ভালোবাসবে'
ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে একে অপরের বিপক্ষে খেলেছেন তারা। আর্জেন্টিনা-ব্রাজিলের সুপার ক্লাসিকো কিংবা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো, সব জায়গাতেই রাতারাতি যুদ্ধই বেঁধে যেতো লিওনেল মেসি এবং কাসেমিরোর মধ্যে।
দীর্ঘদিনের মাঠের শত্রুই যখন প্রশংসা করেন, তখন সেটিকে আলাদা করে গুরুত্ব দিতেই হয়। লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিল এবং সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কাসেমিরোর এই মন্তব্য তাই আলোড়ন ফেলেছে ফুটবল ভক্তদের মাঝে।
প্রায় ৬ বছর এল ক্লাসিকোতে মেসির বার্সার বিপক্ষে খেলেছেন রিয়ালের কাসেমিরো। আর্জেন্টাইন জাদুকরকে পাহারা দেওয়ার দায়িত্বটাও ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ঘাড়েই থাকতো। তাতে কখনো কখনো সফল হলেও বেশিরভাগ সময়েই ব্যর্থ হয়েছেন কাসেমিরো।
এখন মেসিও নেই বার্সায়, রিয়াল ছেড়ে এক বছর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন কাসেমিরো। এবার নতুন করে মেসিকে নিয়ে মন্তব্য করে দৃষ্টি কেড়েছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। কাসেমিরোর চোখে দীর্ঘদিনের প্রতিপক্ষ মেসি এই প্রজন্মের সেরা। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মতে, যারা ফুটবল ভালোবাসে, তারা মেসিকেও ভালোবাসবে।
বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে কাসেমিরো বলেন, 'মেসি একটা যুগ তৈরি করেছে, বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো। যারা ফুটবল ভালোবাসেন, তারা অবশ্যই মেসিকেও ভালোবাসবেন। তার বিপক্ষে খেলাটা আনন্দের। মেসি এমন একজন ফুটবলার, যার সম্পর্কে আমার কোনো মন্তব্যের প্রয়োজন নেই, আপনি শুধু যার প্রশংসাই করতে পারবেন।'